সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন কমেছে; সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2017, 11:14 AM
Updated : 10 April 2017, 11:14 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৬১ পয়েন্ট।

সূচকের পাশপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৫৪ কোটি ৪৯ লাখ টাকা কম।

রোববার এই বাজারে ৭৭৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির। কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১১ দশমিক ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮৯ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

অন্যদিকে সোমবার সিএসইতে ৫৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৬০ কোটি ১ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬০৯ দশমিক ৬০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।