পুঁজিবাজারে বেড়েছে লেনদেন-সূচক

সপ্তাহের তৃতীয় দিন সূচক এবং লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 10:54 AM
Updated : 7 March 2017, 10:54 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২২ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে ১১২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭.৩২ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৭ হাজার ৪০৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১৫.১০ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির দাম।