দরপতনে ১৪ মাসের সর্বনিম্ন পর্যায়ে ডিএসই সূচক

ডিএসইএক্স এর চেয়ে বাজে অবস্থায় ছিল সর্বশেষ ২০২১ সালের ৭ জুন, সেদিন সূচকে ছিল ৫ হাজার ৯৭৫ পয়েন্ট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2022, 12:17 PM
Updated : 28 July 2022, 12:17 PM

মাঝে দুদিন উন্নতির মুখ দেখলেও ফের পতনের ধারায় পড়ে গেছে দেশের পুঁজিবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নেমে গেছে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইএক্স ৫৭ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ কমে ৫ হাজার ৯৮০ পয়েন্টে পৌঁছেছে।

ডিএসইএক্স এর চেয়ে বাজে অবস্থায় ছিল সর্বশেষ ২০২১ সালের ৭ জুন, সেদিন সূচকে ছিল ৫ হাজার ৯৭৫ পয়েন্ট।

আর ঢাকার বাজারের প্রধান সূচক সর্বশেষ ছয় হাজারের নিচে ছিল ওই বছরের ২৭ জুন, সেদিন সূচকে ছিল ৫ হাজার ৯৯২ পয়েন্ট।

ঢাকার বাজারে বৃহস্পতিবার ৪৪১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে ৭৬ শতাংশ কম। বুধবার হাতবদল হয়েছিল ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে এদিন। তার মধ্যে ২৫টির দাম বেড়েছে, ৩৩৩টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।