অভিহিত মূল্যে শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকার তোলার অনুমোদন পেয়েছে জীবন বীমা কোম্পানিটি।
Published : 25 Jan 2023, 06:22 PM
জীবন বীমা কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) এর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা তোলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
এতে পুঁজিবাজারে তালিকাভুক্তি কার্যক্রমের পদক্ষেপ হিসেবে কোম্পানিটি এখন আইপিও কার্যক্রম শুরু করবে।
বৈঠক শেষে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিনের সভায় বুরো বাংলাদেশকে দুই বছর মেয়াদী ১৫০ কোটি টাকার বন্ড ছাড়ার অুনমোদন দেওয়ার সিদ্ধান্তও হয়।
নন-কনভার্টেবল এ জিরো কুপন বন্ডটি ৮% ডিস্কাউন্ট রেটে ইস্যু করা যাবে। এটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা।
এদিকে পুঁজিবাজারে বীমা খাতে ৫৭ নম্বর কোম্পানি হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরুর অনুমোদন পাওয়া ট্রাস্ট ইসলামী লাইফ আইপিও এর মাধ্যমে উত্তোলন করা অর্থে সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজার ও এফডিআরে বিনিয়োগ করবে বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
তালিকাভুক্তির শর্ত হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলে জানিয়েছে কমিশন।
বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বীমা কোম্পানির সংখ্যা ৫৬টি। মিউচুয়াল ফান্ডসহ মোট ৩৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনেদন হচ্ছে।