সোমবার লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য বেড়ে হয় ৩৩৮ কোটি টাকা।
Published : 10 Mar 2025, 04:26 PM
দিনভর উত্থান-পতন শেষে আগের দিনের চেয়ে চূড়ান্তভাবে ১৬ পয়েন্ট যোগ হয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসইতে।
সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনে সকাল থেকে সূচকের উত্থান দেখা যায় প্রধান পুঁজিবাজারে। বেলা বাড়ার সঙ্গে শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকলে সূচকও দর সংশোধনে চলে যায়।
এক পর্যায়ে বেলা ১২টার পরে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট হারায় অর্থাৎ মূল্যসূচক দাঁড়ায় ৫ হাজার ১৬৭ পয়েন্টে।
শেয়ার কেনার চাপ বাড়তে শুরু করলে ধীরে ধীরে এগিয়ে যায় সূচক। শেষ বেলায় হারানো সূচকের সবটুকু উদ্ধার করে আরো ১৬ পয়েন্ট যোগ করে চূড়ান্তভাবে ৫ হাজার ১৯০ পয়েন্টে লেনদেন শেষ করে।
এই বাজারে আগের দিন মূল্য সূচক ছিল ৫ হাজার ১৭৪ পয়েন্ট।
রোজায় লেনদেন সময় ৪০ মিনিট কমে আসায় শেয়ার হাতবদলের পরিমাণও কমে গেছে। এ পর্যন্ত রোজার দিনগুলোতে লেনদেন সাড়ে তিনশ কোটি টাকার ঘরেই রয়েছে।
সেই ধারায় সোমবার লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য বেড়ে হয় ৩৩৮ কোটি টাকা। আগের দিন লেনদেন ছিল ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধির দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯৪টি প্রতিষ্ঠান। এরমধ্যে শেয়ার দর বাড়ে ১৭৪টির, কমে ১৩৭টির ও আগের দরে লেনদেন করে ৮৩টি।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধির দিনে ফের লেনদেনে শীর্ষ অবস্থানে ফিরেছে ওষুধ ও রসায়ন খাত। একক খাত হিসেবে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৪৪ শতাংশ বা ৫০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল করে। লেনেদেনে অংশ নেওয়াদের মধ্যে খাতটির শেয়ার দর বেড়েছে ৫৬ শতাংশের।
এরপরই লেনদেনে এগিয়ে ছিল বস্ত্র ও খাদ্য খাতের প্রতিষ্ঠান। দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে বসুন্ধরা পেপার মিলস, সমতা লেদার কমপ্লেক্স ও এস আলম কোল্ড রোল্ড স্টিলস।
অন্যদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে চলে আসে তুংহাই নিটিং, রেনউইক যজ্ঞেশ্বর ও ফার্স্ট ফাইন্যান্স।