বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছিল, যেটির প্রতিবাদ করেছে আইএসপিআর।
Published : 10 Oct 2024, 12:37 AM
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয়নি সশস্ত্র বাহিনী বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।
এ বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে বুধবার রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, "গত ৭ ও ৮ অক্টোবর অনলাইন ও অফলাইন বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় 'বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী' সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়, যা সঠিক নয়। সশস্ত্র বাহিনীর পক্ষ হতে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।"
গত ৭ অক্টোবর 'বিএসইসি কার্যালয়ে নিরাপত্তায় সহায়তা দেবে সশস্ত্র বাহিনী' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সংবাদটি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে, “বিএসইসির সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিতে আগারগাঁও শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকার দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা সহায়তা করবে মর্মে উল্লেখিত বৈঠকে আলোচিত হয়।”
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার ওই ভবনের নিরাপত্তা নিয়ে গত রোববার আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে যে বৈঠক হয় সেখানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারা ছিলেন।
ওই বৈঠকেই সশস্ত্র বাহিনীর নিরাপত্তা সহায়তার বিষয়টি আসে বিএসইসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে।