সহিংসতা ও কারফিউয়ের প্রভাব চলছে কয়েকদিন ধরেই।
Published : 30 Jul 2024, 12:31 PM
পুঁজিবাজারে আগের দিনের শেষভাগে যে পতনের ধারা দেখা দিয়েছিল তা মঙ্গলবারও অব্যাহত আছে।
এদিন প্রথম ২ ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬১ পয়েন্ট। বেলা ১২টায় আরো কমে ডিএসইএক্স সূচক দাঁড়ায় ৫ হাজার ২৬৯ পয়েন্টে।
আগের দিন বেশিরভাগ শেয়ারের দর হারিয়ে এই সূচক নেমেছিল ৫ হাজার ৩৩০ পয়েন্টে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউয়ের প্রভাবে পুঁজিবাজারে পতনের ধারা চলছে কয়েকদিন ধরেই।
মঙ্গলবার লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানির মধ্যে ৩২৫টিই দর হারিয়েছে, বেড়েছে ২৭টির এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।
স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে কারফিউ শিথিলের সময়ে মঙ্গলবার লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত।