অভিজ্ঞ এই ডিফেন্ডারের বিশ্বাস, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে পারবেন তিনি।
Published : 24 Jul 2023, 04:10 PM
রিয়াল মাদ্রিদে লম্বা ক্যারিয়ারে বিভিন্ন সময়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে নাচো ফের্নান্দেসের। তবে নতুন মৌসমে দায়িত্বের পরিধি আরও বেড়েছে তার। এখন দলটির প্রথম অধিনায়ক যে তিনিই। অভিজ্ঞ এই ডিফেন্ডার বললেন, নতুন ভূমিকায় নিজেকে উজাড় করে দেবেন তিনি।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রথম অধিনায়ক ছিলেন করিম বেনজেমা। চলতি গ্রীষ্মের দলবদলে ফরাসি ফরোয়ার্ড যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে৷ ২০২৩-২৪ মৌসুমে তাই স্পেনের সফলতম ক্লাবটির প্রথম অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাচো। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধিনায়ক যথাক্রমে লুকা মদ্রিচ, দানি কারভাহাল ও টনি ক্রুস।
২০২২-২৩ মৌসুমের পর রিয়ালে চুক্তির মেয়াদ শেষ হতো নাচোর। গত জুনে মেয়াদ বাড়ান এক বছরের জন্য। নতুন মৌসুমটি হবে রিয়ালের সিনিয়র দলে এই স্প্যানিয়ার্ডের ১৪তম বছর। এর আগে ক্লাবটির যুব দলেও খেলেছেন তিনি।
রিয়ালের জার্সিতে কখনই সেভাবে দলের অবিচ্ছেদ্য অংশ হতে পারেননি নাচো। তবে অভিজ্ঞতা ও ভিন্ন ভিন্ন পজিশনে খেলার দক্ষতার কারণে সব কোচই ভরসা রেখেছেন তার ওপর।
রিয়াল এখন প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে যুক্তরাষ্ট্রে আছে। রোববার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়কত্ব নিয়ে কথা বলেন নাচো। ৩৪ বছর বয়সী এই ফুটবলারের বিশ্বাস, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলের সাফল্য অবদান রাখতে পারবেন তিনি।
“অনেক ম্যাচেই আমি (রিয়াল মাদ্রিদের) অধিনায়কত্ব করেছি, তবে এখন প্রথম অধিনায়ক হওয়াটা দারুণ ব্যাপার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ। আমি ক্যারিয়ার জুড়েই এখানে আছি। প্রতিটি ধাপ পার করে এসেছি।। এই ক্লাবের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে সুন্দর ব্যাপার।”
“অধিনায়ক হওয়া মানে একজন নেতা হওয়া, কিন্তু একই সঙ্গে এর অর্থ সবার কাছে সেরা সতীর্থ হওয়া। আমি সবসময় দলের জন্য লড়াই করার, প্রতিটি ম্যাচ জেতার এবং শিরোপা জয়ের চেষ্টা করি।”