ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন জোয়াও মিরান্দা। ৩৮ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডার।
টুইটারে পোস্ট করে গত বুধবার নিজের সিদ্ধান্ত জানান মিরান্দা। পথচলার বাঁকে বাঁকে পাশে থাকাদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
“মুহূর্তটি এসে গেছে। যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তোমাকে অনেক ধন্যবাদ, ফুটবল!”
আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলোতে খেলে ২০২১-২২ মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে ফেরেন মিরান্দা। এই ক্লাবটির জার্সিতেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন তিনি।
আতলেতিকোতে যোগ দেওয়ার আগে সাও পাওলোর হয়ে মিরান্দা জিতেন টানা তিনটি লিগ শিরোপা। স্প্যানিশ ক্লাবটির হয়ে তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০১৩-১৪ মৌসুমে লা লিগা জয় ও সেবারের চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হওয়া।
জাতীয় দলের হয়ে মিরান্দার অভিষেক ২০০৯ সালে। ব্রাজিলের জার্সিতে ৫৮টি ম্যাচ খেলা এই সেন্টার-ব্যাক ছিলেন দেশটির ২০০৯ কনফেডারেশন্স কাপ ও ২০১৯ সালে কোপা আমেরিকা জয়ী দলের সদস্য।