সিশেলসের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুরুর একাদশে এই মিডফিল্ডারকে রাখেননি হাভিয়ের কাবরেরা।
Published : 28 Mar 2023, 03:41 PM
সিশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের শুরুর একাদশে মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে রাখেননি হাভিয়ের কাবরেরা। দলে ফিরেছেন রবিউল হাসান। আক্রমণভাগে আমিনুর রহমান সজীবের বদলে বাংলাদেশ কোচ সুযোগ দিয়েছেন সুমন রেজাকে।
সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার পৌনে ৪টায় দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কাজী তারিক রায়হানের একমাত্র গোলে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।
এর আগে কেবল ২০১৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের বিপক্ষে, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে এবং ২০২১ সালে নেপালের ত্রিদেশীয় সিরিজে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না জামাল।
সিশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জামালের পরিবর্তে অধিনায়কের আর্ম ব্যান্ড থাকছে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের বাহুতে।
সিশেলসের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন রবিউল। প্রায় চার বছর পর সেরা একাদশে ফিরলেন তিন। ২০১৯ সালে ভূটানের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে সবশেষ সেরা একাদশে খেলেছিলেন এই মিডফিল্ডার।
আর গত সেপ্টেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে সবশেষ শুরুর একাদশে ছিলেন সুমন।
গত ম্যাচের মতো এ ম্যাচেও বদলি তালিকায় আছে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া ফরোয়ার্ড এলিটা কিংসলে।
একাদশ: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, কাজী তারিক রায়হান, সাদউদ্দিন, রিমন হোসেন, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, রবিউল হাসান, মজিবুর রহমান জনি, রাকিব হোসেন ও সুমন রেজা।