মেসির ভবিষ্যৎ নিয়ে 'মিথ্যা খবরে' ক্ষুব্ধ হোর্হে মেসি

লিওনেল মেসির বাবার দাবি, তার ছেলেকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2023, 12:29 PM
Updated : 18 March 2023, 12:29 PM

কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায় পিএসজিতে লিওনেল মেসির ভবিষ্যৎ। বিভিন্ন সময়ে খবর এসেছে তার ঠিকানা বদলেরও। সম্প্রতি সেসবে লেগেছে আরও নানা রং। ভিত্তিহীন এসব খবরে বিরক্ত তার বাবা হোর্হে মেসি। তার দাবি, কোনো সত্যতা ছাড়াই গুজব ছড়ানো হচ্ছে।

২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন মেসি। চলতি মৌসুমের পরই ৩৫ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ শেষ হবে।

পিএসজির পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে, চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে। যদিও তা এখনও আলোর মুখ দেখেনি।

এই সপ্তাহে স্থানীয় এক গণমাধ্যমের খবর, চুক্তি নবায়নে মেসির বেতনের দাবি মানতে রাজি নয় পিএসজি। আরেকটি খবরে বলা হয়, সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে ৬০ কোটি ইউরো চেয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন দ'অর জয়ী।

সবশেষ শোনা যায় নতুন গুঞ্জন, কোচ ক্রিস্তফ গালতিয়ের সঙ্গে সমস্যার কারণে চলতি সপ্তাহে নাকি আগেভাগেই অনুশীলন ছেড়ে গেছেন মেসি।

ইনস্টাগ্রামে শুক্রবার সবগুলো খবর উড়িয়ে দেন হোর্হে মেসি। তিনটি ভিন্ন ভিন্ন খবরের স্ক্রিনশট দিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

“আপনারা কবে মিথ্যা বলা বন্ধ করবেন? প্রমাণ কোথায়? ওহ, সবই তো মিথ্যা। ঠিক আছে। যত জোরালভাবেই বলা হোক না কেন, এসব কেউ বিশ্বাস করবেন না। ফলোয়ার বাড়ানোর জন্য আমরা আর ভুয়া খবর সহ্য করব না।”

প্যারিসের দলটির হয়ে ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১৮টি, অ্যাসিস্ট ১৭টি।