বিশ্বকাপে জাপান-কোস্টা রিকার প্রথম দেখা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবার খেলেছে এই দুই দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2022, 11:22 AM
Updated : 25 Nov 2022, 11:22 AM

দুই দলের বিশ্বকাপ অভিযান শুরুর চিত্র পুরোপুরি ভিন্ন। নিজেদের প্রথম ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছে জাপান। কোস্টা রিকাকে পেতে হয়েছে হারের তেতো স্বাদ; ৭-০ গোলে তাদের বিধ্বস্ত করেছে স্পেন।

আল-রাইয়ানের সুন্দা আহমেদ বিন আলী স্টেডিয়াম আগামী রোববার 'ই' গ্রুপের ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে খেলবে জাপান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি জাপান-কোস্টা রিকা।

এই দুই দলের আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

* ১৯৯৮ থেকে শুরু করে এবারের আসর সহ টানা সাতটি বিশ্বকাপে খেলছে জাপান।

* এবারই প্রথম টানা তিন বিশ্বকাপে খেলছে কোস্টা রিকা।

* জাপানের গোলরক্ষক কাওয়াশিমা এইজি ও ডিফেন্ডার নাগাটোমো ইউকোর এটি চতুর্থ বিশ্বকাপ। তাদের আগে দেশটির হয়ে চারটি বিশ্বকাপ খেলার কীর্তি রয়েছে সাবেক দুই গোলরক্ষক ইয়োশিকাতসু কাওয়াগুচি ও সের্জিও নারাজাকির।

* এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবার সাক্ষাৎ হয়েছে এই দুই দলের৷ চারটি জিতেছে জাপান, অন্যটি ড্র।