কোস্টা রিকার আপত্তিই ম্যাচ বাতিলের কারণ, দাবি ইরাকের

ইরাকের বসরায় গত বৃহস্পতিবার হওয়ার কথা ছিল ম্যাচটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2022, 11:01 AM
Updated : 18 Nov 2022, 11:01 AM

সব আয়োজন থাকার পরও প্রীতি ম্যাচ বাতিলের জন্য কোস্টা রিকার ওপর দায় চাপিয়েছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। তাদের দাবি, দুই পক্ষের মধ্যে লজিস্টিক সমস্যায় কারণে ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে মধ্য আমেরিকার দেশটি।

ইরাকের বসরায় গত বৃহস্পতিবার হওয়ার কথা ছিল দুই দলের ম্যাচটি। কাতার বিশ্বকাপের আগে এটি ছিল কোস্টা রিকার শেষ প্রস্তুতি ম্যাচ।

ইএসপিএনের গত বুধবারের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি খেলতে বাসে করে কুয়েত থেকে ইরাকে যাচ্ছিল কোস্টা রিকা দল। কিন্তু তাদের পাসপোর্টে ভিসার সিল না থাকায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যদিও ইরাকী সরকারের সঙ্গে কোস্টা রিকার প্রতিনিধি দলের মৌখিক সমঝোতা হয়েছিল বলে খবর।

রয়টার্সের পক্ষ থেকে কোস্টা রিকা ফুটবল ফেডারেশনের (এফসিআরএফ) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য সাড়া দেয়নি।

আইএফএ আরও দাবি করেছে, কোস্টা রিকা দলকে তারা কুয়েত থেকে বসরায় বিমানে করে আসার প্রস্তাবও দিয়েছিল।

ম্যাচ বাতিল হওয়ার পর বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলে ইরাক। আইএফএ আশ্বাস দিয়েছে তারা ভক্তদের প্রীতি ম্যাচের টিকেটের মূল্য ফেরত দেবে।

বিশ্বকাপে 'ই' গ্রুপে আছে কোস্টা রিকা। গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ স্পেন, জার্মানি ও জাপান।

আগামী ২৩ নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইরাক।