মালদ্বীপের জালে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে করে মহামূল্যবান গোলের অনুভূতি ব্যাখ্যা নেই সাদউদ্দিনের কাছেও।
Published : 12 Oct 2023, 11:04 PM
গোল করেই শুরু করলেন বুনো উদযাপন। জার্সি খুলে ফেললেন। তাতে অবধারিতভাবে মিলল হলুদ কার্ড, কিন্তু সাদউদ্দিনের তো একরকম ‘মুক্তি’ও মিলল! তাই তো, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশকে ড্র এনে দেওয়া গোলের অনুভূতি প্রকাশের ভাষা তিনি খুঁজে পাচ্ছেন না নিজেই।
পাওয়ার কথাও নয়। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্ট লেকে শক্তিশালী ভারতের জালে গোল করে রাতারাতি শিরোনাম হয়েছিলেন সাদউদ্দিন। কিন্তু কলকাতার ওই প্রাপ্তির পর আর বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ১-১ ড্র ম্যাচের গোলের আগ পর্যন্ত যে একের পর এক ভুলে সমালোচনার খোরাক হয়ে ছিলেন তিনি।
গত মার্চেও সিশেলসের বিপক্ষে ১-০ গোলে হারের দায় সাদউদ্দিনের। বক্সে লাফিয়ে ওঠা বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের মাথায় লাথি মেরে বসেছিলেন এই তিনি। পেনাল্টি থেকে গোল হজম করে হেরেছিল বাংলাদেশ।
এর আগে ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও সাদউদ্দিন করেছিলেন ভুল। লিগ পর্বের শেষ ম্যাচে নেপালকে পেনাল্টি উপহার দিয়েছিলেন তিনি। তাতে নেপাল হার এড়ায়; বাংলাদেশেরও গুঁড়িয়ে যায় ফাইনাল খেলার স্বপ্ন! এই দুই ঘটনায় সাদউদ্দিন নিজেও আক্ষেপ জানিয়েছেন একাধিকবার।
মালেতে সেই শাপমোচন করলেন সাদউদ্দিন। ৮৭তম মিনিটে পিছিয়ে পড়ার দুই মিনিট পর রাকিব হোসেনকে তুলে সাদউদ্দিনকে নামালেন হাভিয়ের কাবরেরা। যোগ করা সময়ে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে নিখুঁত টোকায় জালে বল জড়িয়ে মুক্তির আনন্দে ডানা মেললেন তিনি।
বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এই সেন্টার-ব্যাকের কণ্ঠে তাই হতাশার বৃত্ত ভেঙে বেরিয়ে আসার সুর স্পষ্ট।
“(গোল করার পর) মাথায় কিছুই আসেনি। শুধু মনে হয়েছে, আমাদের গোলটা করার দরকার ছিল, গোলটা করতে পেরেছি। একটা পয়েন্ট পেয়েছি, অনেক খুশি। শেষ মুহূর্তে গোল করে অনেক খুশি, তা কেবল নিজের জন্য নয়, দেশের জন্যও। খুবই পাগলাটে উদযাপন, দেখে মনে হয় ম্যাচটা আমরা জিতে গেছি। আসলে সবাই চেষ্টা করছিল গোল করার জন্য, কিন্তু গোল পাচ্ছিল না। শেষ মুহূর্তে গোল পেয়েছি...এর অনুভূতি ব্যাখ্যা করতে পারব না। ভিন্ন এক অনুভূতি।”
“আমি তো তখন রাইট-ব্যাক পজিশনে ছিলাম, রক্ষণ নিয়ে ভাবছিলাম। তখন আমরা এক গোলে পিছিয়ে, ভাবছিলাম আক্রমণে উঠব, গোল করতে পারলে দলকে রক্ষা করতে পারব। সেটাই হয়েছে। তাই আমি খুবই খুশি। সবাই খুশি।”
আগামী ১৭ অক্টোবর ফিরতি লেগে ঢাকায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।