কাজাখস্তানের ট্র্যাকে ঝড় তুলে সেরা বাংলাদেশের ইমরানুর

৬ দশমিক ৫৯ সেকেন্ডে দৌড় শেষ করেছেন বাংলাদেশের দ্রুততম মানব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2023, 03:00 PM
Updated : 11 Feb 2023, 03:00 PM

হিটে আলো ছড়ালেন। সেমি-ফাইনালে গড়লেন নিজের সেরা টাইমিং। ফাইনালে কাজাখস্তানের ট্র্যাকে আবারও ঝড় তুললেন ইমরানুর রহমান। ব্যক্তিগত সেরা টাইমিংয়ের রেকর্ড আবারও ভেঙে বাংলাদেশের দ্রুততম মানব জিতলেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের সেরার মুকুট।

কাজাখস্তানের আস্তানায় শনিবার ৬০ মিটার স্প্রিন্টে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন ইমরানুর। দ্বিতীয় হয়েছেন হংকংয়ের শাক কাম চিং, ৬ দশমিক ৬৫ সেকেন্ডে। তৃতীয় হওয়া জাপানের সুজুকি রাইওতার টাইমিং ৬ দশমিক ৬৬ সেকেন্ড।

সেমি-ফাইনালে অনেকটা পথ এগিয়ে থেকেও শেষ দিকে কাতারের প্রতিযোগী ফেমি সেউন ওগুনোডের কাছে ফটো ফিনিশিংয়ে হেরে দ্বিতীয় হয়েছিলেন ইমরানুর। ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নেন ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।

গত বছর এই ইভেন্টে সার্বিয়ার বেলগ্রেদে ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন ইমরানুর। ব্যক্তিগত সেই টাইমিং তিনি কাতারে এক দফা সেমি-ফাইনালে ভাঙেন। এরপর ফাইনালেও গড়লেন নতুন করে।

কাজাখস্তানে শনিবার সকালের হিটে ইমরানুর সময় নেন ৬ দশমিক ৭০ সেকেন্ড।

এই ইভেন্টের মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে ছিটকে যান ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।