লিভারপুল কোচ মনে করেন, কোনো বিভাগেই যথেষ্ট ভালো খেলতে পারেননি তারা।
Published : 06 Nov 2023, 03:14 PM
পয়েন্ট টেবিলের নিচের দিকের দল লুটন টাউনের বিপক্ষে নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না লিভারপুলের আক্রমণভাগ। উল্টো গোল খেয়ে তারা পড়ে হারের শঙ্কায়। শেষ পর্যন্ত লুইস দিয়াসের গোলে এক পয়েন্ট মিললেও ম্যাচে মোহামেদ সালাহ, দারউইন নুনেসদের বিবর্ণতা ছিল ভীষণ হতাশাজনক। অবশ্য বিষয়টি নিয়ে চিন্তার কিছু দেখছেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮০তম মিনিটে এগিয়ে যায় লুটন। পরে যোগ করা সময়ের একদম শেষের দিকে সমতা টানেন বদলি নামা দিয়াস। গোলটি কিছুদিন আগে অপহৃত হওয়া বাবাবে গোলটি উৎসর্গ করেন দিয়াস।
আগের ম্যাচে জালের দেখা পাওয়া নুনেস এই ম্যাচেও গোলের সুযোগ পেয়েছিলেন কয়েকটি। কিন্তু গোল মিসের মহড়ায় দলকে হতাশ করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। সালাহ, জটারাও তেমন কিছু করতে পারেননি।
তবে আক্রমণের খেলোয়াড়দের এই ছন্দহীনতা নিয়ে বেশি ভাবছেন না ক্লপ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই জার্মান কোচ বলেন, আরও সুযোগ তৈরি করতে পারলে হয়তো জয়ও ধরা দিত তাদের।
“স্পষ্টত পুরো দলই আজ গোল করতে ভুগেছে, আর এটা মোটেও ভালো কিছু নয়। কিন্তু একটা বিষয় দারউইনকে সবার থেকে (নুনেস) আলাদা করে ফুটিয়ে তোলে, সেটা হলো মাঠে প্রায় সবকিছুতেই সে জড়িয়ে থাকে, যা বেশ ভালো। আমরা শান্ত আছি। যদিও আমাদের আরও ভালোভাবে ফিনিশিং করা উচিত ছিল, তবে আমার মনে হয় না এটাই আমাদের আসল সমস্যা ছিল। সমস্যাটা অন্য জায়গায়।”
“আমাদের আরও সুযোগ তৈরি করা উচিত ছিল এবং সেটা হলে আমরা একটি বা দুটি সুযোগ কাজে লাগাতে পারতাম। এখানে ১-০ গোলে জিততে পারলে আমি অনেক অনেক খুশি হতাম। তবে সেই জন্য আমাদের আরও ভালো খেলতে হত।”
লিগে ১১ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। আর মাত্র ৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে লুটন।