মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ কোচের দেওয়া চ্যালেঞ্জে জিতেছেন ভালভেরদে, তাতে উচ্ছ্বসিত কোচও।
Published : 12 Feb 2023, 09:33 AM
ফেদে ভালভেরদেকে তাতিয়ে দিতে, তার প্রতি ভরসা ও ভালোবাসা থেকে বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। কোচের সেই চ্যালেঞ্জের জবাব আর আস্থার প্রতিদান দিতে পেরেছেন শিষ্য। রিয়াল মাদ্রিদ কোচ তাই উচ্ছ্বাস ও আনন্দের ভেলায় চেপে প্রশংসায় ভাসিয়েছেন ভালভেরদেকে, একটু মজাও করে নিয়েছেন সুযোগ পেয়ে।
রিয়ালের হয়ে গত মৌসুমে দারুণ খেলে নিজের প্রতিভা মেলে ধরেন ভালভেরদে। চলতি মৌসুম শুরুর আগে আনচেলত্তি তাকে অন্তত ১০ গোলের লক্ষ্য দিয়ে বলেছিলেন, এটা পূরণ করতে না পারলে নিজের কোচিং লাইসেন্স ছিঁড়ে ফেলবেন তিনি।
ভালভেরদে মৌসুমের শুরুটা দারুণ করেছিলেন। তবে বিশ্বকাপের পর থেকে একটু নিষ্প্রভ ছিলেন। আগের সেই গতি, ছন্দ আর ফর্মে তাকে দেখা যাচ্ছিল না। তার স্ত্রীর গর্ভকালীন জটিলতার কারণে মানসিক অস্থিরতা থেকে ফর্মে এই ভাটার টান বলে ধারণা করছিলেন অনেকে।
ফর্ম হারানোর এই সময়টায় সংবাদমাধ্যম ও চারপাশের সমালোচনা থেকে ভালভেরদেকে আগলে রাখেন আনচেলত্তি। তাকে বিশ্বাস ও ভরসা জুগিয়ে যান। কয়েক দিন আগে তার স্ত্রীর শারীরিক জটিলতা কেটে যায়। মানসিকভাবে চনমনে ভালভেরদে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে গোল করার পর ফাইনালে করেন দুটি গোল।
ভালভেরদের দুটির সঙ্গে ভিনিসিউস জুনিয়রের জোড়া গোল ও করিম বেনজেমার এক গোলে আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে আরও একবার ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যায় রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে রিয়ালের এটি রেকর্ড পঞ্চম শিরোপা। টুর্নামেন্টের আগের ধারা ইন্টারকন্টিনেন্টাল কাপসহ বিবেচনায় নিলে তাদের শিরোপা ৮টি। দুটি মিলিয়ে ৫টি ট্রফিও নেই আর কোনো ক্লাবের।
ফাইনালের দুই গোলের পথেই আনচেলত্তির দেওয়া লক্ষ্য পূরণ করেন ভালভেরদে। নিজের প্রথম গোলটি ছিল মৌসুমে তার দশম গোল। জালে বল জড়িয়ে ছুটে গিয়ে তিনি উদযাপন করেন আনচেলত্তির সঙ্গেই। পরে মৌসুমের একাদশ গোলটিও করে ফেলেন।
ভালভেরদে ১০ গোল করতে না পারলে নিশ্চয়ই সত্যি সত্যি কোচিং লাইসেন্স ছিঁড়ে ফেলতেন না আনচেলত্তি! তবে সুযোগ পেয়ে মজা করতে ভুললেন না রিয়াল কোচ। শিষ্যকে আপন রূপে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিতও তিনি।
“আমি তার প্রতি কৃতজ্ঞ যে কোচিং লাইসেন্স এখন আর ছিঁড়ে ফেলতে হবে না! কঠিন একটা সময় পেরিয়েছে সে, আস্তে আস্তে নিজের সেরাটায় ফিরছে। দলে এখন অনেক অবদান রাখছে সে। শুধু যে গোল করছে, সে কারণেই নয়, দলে অনেক প্রাণশক্তি বয়ে আনছে সে।”
ভালভেরদের পাশাপাশি ফাইনালে জোড়া গোল করা ভিনিসিউসের কথা বলতেও ভুললেন না আনচেলত্তি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গোল করেছিলেন সেমি-ফাইনালেও। তার পারফরম্যান্সের উন্নতি দেখে স্তুতিতে ভাসালেন কোচ।
“মায়োর্কার (লা লিগার ম্যাচে) কাছে হারার পর সে খুব দুঃখ পেয়েছিল। কিন্তু এরপর এই টুর্নামেন্টে মনোযোগ দেয় এবং শেষ পর্যন্ত আমরা এটি জিততে পেরেছি। এটা তার জন্য নতুন প্রেরণা হতে পারে। বুধবার (লা লিগায়) সে খেলতে পারবে না নিষেধাজ্ঞার কারণে। তবে কয়েক দিনের ছুটি পাবে, এটা তার জন্য ভালো হবে।”
“সে ক্রমেই উন্নতি করছে। গত মৌসুমের উন্নতির ধারা ধরে রেখেছে এবং বেশ ভালো করছে। আমরা তাকে নিয়ে খুব খুশি, বিশেষ করে তার এই উন্নতির ধারা দেখে। এখন সে আরও বেশি কার্যকর এবং বেশির ভাগ ম্যাচেই গোল করছে কিংবা পার্থক্য গড়ে দিচ্ছে।”