‘প্রমাণ করতে চাই, আগের চাইতে এখন আমরা ভালো দল’

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসছে ম্যাচে অভিজ্ঞতা অর্জন করে লেবাননের বিপক্ষে পরের ম্যাচে কাজে লাগাতে চান বাংলাদেশ কোচ ও অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 05:45 PM
Updated : 9 Nov 2023, 05:45 PM

বিশ্বকাপ বাছাইয়ে প্রিলিমিনারি রাউন্ড পার করে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে ‘আরও প্রাপ্তির’ যে আনন্দ ফুটে উঠেছিল, তা মূলত পরের ধাপে খেলতে পারার কারণে। এবার সেই পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। শুরুতেই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শক্তিতে অনেক এগিয়ে থাকা দলটির বিপক্ষে অবশ্য আহামরি কোনো প্রাপ্তির আশাবাদ শোনালেন না কোচ কাবরেরা। তবে শিষ্যদেরকে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে নিজেদের প্রমাণের তাগিদ দিলেন তিনি।

গত মাসে মালদ্বীপকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে বাছাইয়ের পরের ধাপে পা রাখে বাংলাদেশ। এই পর্বে তারা খেলবে ‘আই’ গ্রুপে, যেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ লেবানন ও ফিলিস্তিন।

প্রথম ম্যাচ খেলতে শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা ও সম্ভাবনার কথা বললেন কাবরেরা। অনুশীলনে কিছুটা ঘাটতির কথাও ছিল তার কথাও।        

“চার দিন হলো ক্যাম্প শুরু হয়েছে। এর ম্যধ্যে তিনটি ট্রেনিং সেশন হয়েছে। এখন পর্যন্ত পুরো স্কোয়াড নিয়ে ট্রেনিং করা হয়নি। আজ সকলে ক্যাম্পে যোগ দিয়েছে। এখন আমরা পুরো দল নিয়ে অনুশীলন করতে পারব। অস্ট্রেলিয়া যাওয়ার আগে এটা আমাদের জন্য গুতু্বপূর্ণ।“

“আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে এটা আমাদের খেলার উন্নতির জন্য অনেক বড় ভূমিকা রাখবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলাই আমাদের লক্ষ্য। সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতা লেবানন ম্যাচে কাজে লাগাতে চাই। আমরা ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে যাচ্ছি। আশা করি, ভালো কিছু অর্জন করতে পারব।“

আন্তর্জাতিক ফুটবলে গত কয়েক বছরে বারবার হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। তবে, এ বছর দারুণ কিছু ফল পেয়েছে তারা। গত জুন-জুলাইয়ে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলেছে তারা। উন্নতির গ্রাফ উঁচুতে নিতে মালদ্বীপের বিপক্ষে জয় ভীষণ জরুরি ছিল। সম্ভব হয়েছে সেটাও।

সেই ধারাবাহিকতা বজায় রাখাই কোচের এখন মূল চাওয়া।

“আমি মনে করি, আগের ম্যাচের ফলাফল নিয়ে আমাদের খুব বেশি ভাবার কারণ নেই। আমরা এখন আগের চাইতে অনেকটাই পরিবর্তিত দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলাই আ্মাদের লক্ষ্য। এরপর লেবানন এবং ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ রয়েছে। সেখানে আমরা ভালো কিছু করা্র বিষয়ে আশাবাদী।“

“অস্ট্রেলিয়া শুধু এশিয়ার মধ্যে সেরা নয় তারা বিশ্বকাপের শেষ ষোলতেও খেলেছে। তাদের বিপক্ষে তাদের মাঠে লড়াই করা কঠিন হবে। তবে আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব। আমরা এটা প্রমান করতে চাই যে, আগের চাইতে এখন আমরা ভালো দল।“

আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠেই খেলবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লেবানন।

সংবাদ সম্মেলনে জামাল ভুঁইয়ার কণ্ঠেও শোনা গেল একই রকম প্রত্যয়। তিনিও বললেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে কাজে লাগাতে চান লেবানন ম্যাচে।

“অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের এই বছরের মধ্যে সবচাইতে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে আমরা নিজেদের খেলার প্রতি আত্মবিশ্বাসী। পরের ম্যাচে আমরা লেবাননের বিপক্ষে মাঠে নামব। সেটাও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। লেবাননের বিপক্ষে পয়েন্ট পেলে আমারা এগিয়ে যেতে পারব।“

“আমি মনে করি, ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দল খেলছে আর এবার যে দল খেলবে, তা সম্পূর্ণ আলাদা। এখন আমরা যেভাবে বিশ্লেষণ করি, যেভাবে অনুশীলন করি তা সব কিছুই আগের চাইতে ভিন্ন…এবার আমরা জানি, আমরা কী চাই এবং কিভাবে খেলতে হবে। এবারের দলটা আগেরবারের দলের চাইতে সম্পূর্ণ ভিন্ন।“

২০১৫ সালের বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ গোলে উড়ে যাওয়ার পর ঘরের মাঠেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। ফিরতি লেগের ওই ম্যাচে তারা হেরেছিল ৪-০ ব্যবধানে।

তবে সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সের কারণেই এবার ভালো কিছু করার বিশ্বাস পাচ্ছেন জামাল।

“শেষ পাঁচ ছয় মাসে ফরোয়ার্ডরা যেখাবে খেলেছে সেভাবেই খেলতে হবে। যারা ফরোয়ার্ড লাইনে আছে তারা সবাই ভালো খেলতেছে। তবে পুরো দলকেই নিজের জায়গা থেকে ভালো খেলতে হবে। ফরোয়ার্ডরা একা খেলতে পারবেন না। তাদের সাপোর্ট দিতে হবে মিডফিল্ড থেকে। মিডফিল্ডারদের সাপোর্ট করবে ডিফেন্স থেকে। ডিফেন্ডারদের পেছনে রয়েছেন গোলরক্ষক। সবাইকেই এক হয়ে ভালো খেলতে হবে।“

“মোটিভেশন হচ্ছে এই ম্যাচ থেকে ভালো কিছু নিয়ে ফেরা। একটা ভালো পারফরম্যান্স উপহার দেওয়া। এই ম্যাচে ভালো পারফরম্যান্স করলে লেবানেন বিপক্ষেও আত্মবিশ্বাসটা ঠিক থাকবে। অস্ট্রেলিয়া এশিয়ার সেরা দলগুলোর মধ্যে একটা, এটাও আমরা জানি। তবে আমাদের নিজেদের খেলার প্রতি বিশ্বাস রাখতে হবে।“