স্পেনের সফলতম ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ তিন বছর বাড়িয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
Published : 02 Nov 2023, 07:49 PM
ভিনিসিউস জুনিয়রের পর আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সঙ্গেও নতুন চুক্তি করেছে রেয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটিতে ২০২৮ সাল পর্যন্ত খেলবেন এই তরুণ।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে রেয়াল। রদ্রিগোর আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৫ সালে। বিবিসির খবর অনুযায়ী, নতুন চুক্তিতে রদ্রিগোর ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো।
গত মঙ্গলবার রেয়ালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান ভিনিসিউস।
মাত্র ১৮ বছর বয়সে ২০১৯ সালে রেয়ালে নাম লেখান রদ্রিগো। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ৩৯টি।
কার্লো আনচেলত্তির কোচিংয়ে ২০২১-২২ মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রদ্রিগোর। নকআউট পর্বে বদলি হিসেবে নেমে করেছিলেন লড়াইয়ের ভাগ্য নির্ধারণী কয়েকটি গোল। এছাড়া দলটির হয়ে দুটি লা লিগা সহ মোট ৮টি শিরোপা জিতেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
চলতি মৌসুমে অবশ্য খুব একটা ছন্দে নেই রদ্রিগো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে জালের দেখা পেয়েছেন মাত্র দুইবার, আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন একটি।