২০২৪ পর্যন্ত ডর্টমুন্ডে রয়েস

এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন অভিজ্ঞ জার্মান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2023, 03:28 PM
Updated : 27 April 2023, 03:28 PM

বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পথচলা আরও দীর্ঘ হলো মার্কো রয়েসের। এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার রয়েসের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি জানায় ডর্টমুন্ড। ২০২৪ সাল পর্যন্ত জার্মান ক্লাবটিতে খেলবেন তিনি।

ডর্টমুন্ডের যুব দল থেকে উঠে আসা রয়েস মাঝে খেলেন আরেক জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখে। ২০১২ সালে যোগ দেন ডর্টমুন্ডের সিনিয়র দলে। এরপর থেকে আর ঠিকানা বদল করেননি ৩৩ বছর বয়সী রয়েস। এখন দলটির অধিনায়কও তিনি।

ডর্টমুন্ডের হয়ে দুটি জার্মান কাপ জেতা রয়েস ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩৮২টি। গোল করেছেন ১৬১টি। আর ১৬টি গোল করলেই ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার হবেন জার্মানির এই ফুটবলার।

চলতি মৌসুমে রয়েসের দল ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বুন্ডেসলিগার শিরোপার লড়াইয়ে। পাঁচ রাউন্ড বাকি থাকতে শিরোপাধারী বায়ার্ন মিউনিখের (৫৯ পয়েন্ট) চেয়ে এক পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে ডর্টমুন্ড (৬০ পয়েন্ট)। শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হলে তা হবে রয়েসের প্রথম লিগ শিরোপা।

ডর্টমুন্ডের পরবর্তী ম্যাচ শুক্রবার বুন্ডেসলিগায়, প্রতিপক্ষ বোচুম।