খুব শীঘ্রই জয়ের উল্লাসে মেতে ওঠার ব্যাপারে আশাবাদী লুসিয়ানো স্পাল্লেত্তি।
Published : 01 May 2023, 04:52 PM
মঞ্চ ছিল প্রস্তুত, প্রয়োজন ছিল স্রেফ একটি জয়ের। ৩৩ বছর পর সেরি আ জয়ের উদযাপনের জন্য সালেরনিতানারের বিপক্ষে ম্যাচে তাই দর্শকের ঢল নেমেছিল নাপোলির ঘরের মাঠে। তবে ড্র করে তাদের হতাশ করে নেপলসের দলটি। এজন্য দুঃখপ্রকাশ করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন নাপোলি কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি। তবে তার বিশ্বাস, উদযাপন স্রেফ কিছুটা পিছিয়ে গেছে।
ইতালির শীর্ষ লিগে গত রোববার দিনের অন্য ম্যাচে ইন্টার মিলানের কাছে ৩-১ গোলে হেরে যায় দুইয়ে থাকা লাৎসিও। এতে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করতে জয়ের লক্ষ্যে সালেরনিতানারের বিপক্ষে মাঠে নাপোলি।
৬২তম মিনিটে মাথিয়াস অলিভেরা তাদের এগিয়ে দেওয়ার পর জয়ের সুবাস পাচ্ছিল নাপোলি। কিন্তু বিধিবাম! ৮৪তম মিনিটে স্বাগতিকদের উৎসবমুখর পরিবেশ স্তব্ধ করে সমতা টানে সালেরনিতানার, গোল করেন ফরোয়ার্ড বুলায়ে দিয়া।
লিগে ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে নাপোলি। সমান ম্যাচে ৬২ পয়েন্ট লাৎসিওর। আগামী বুধবার সাসুয়োলোর বিপক্ষে খেলবে লাৎসিও, ওই ম্যাচে তারা জিততে ব্যর্থ হলে চ্যাম্পিয়ন হয়ে যাবে স্পাল্লেত্তির দল।
তবে মাঠভর্তি সমর্থকদের সামনে শিরোপা নিশ্চিত না করতে পেরে হতাশ স্পাল্লেত্তি। ম্যাচের পর ডিএজেডএন-কে দেওয়া সাক্ষাৎকারে এই ইতালিয়ান বলেন, দারুণ একটি সুযোগ হাতছাড়া করেছেন তারা। অভিজ্ঞ এই কোচ অবশ্য আশাবাদী, খুব শীঘ্রই জয়ের উল্লাসে মেতে উঠবেন তারা।
“এই অসাধারণ সমর্থকদের (শিরোপা জয়ের) আনন্দ না দিতে পেরে আমরা খুবই দুঃখিত। আমরা তাদের স্বপ্নকে প্রতিনিধিত্ব করি এবং আমরাই ভক্তদের স্বপ্নকে বাস্তবে রূপ দেই।”
“তাদের শিরোপা জয়ের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই অতিরিক্ত গোলটি করতে হতো। আমার দৃষ্টিকোণ থেকে উদযাপনটি কেবলই বিলম্বিত হয়েছে। পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। এটি আপাতত ভেস্তে গেছে, উদযাপনটা পিছিয়ে গেছে মাত্র, কারণ আমি নিশ্চিত যে আমরা (লিগ জয় নিশ্চিত করতে) দুটি পয়েন্ট পাব।”
নাপোলির পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার, উদিনেসের বিপক্ষে।