দাপুটে জয়ে মুকুট ধরে রাখার পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল।
Published : 13 Mar 2023, 06:35 PM
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়নের মতোই শুরু করল বাংলাদেশ। প্রথমার্ধের মলিনতা কাটিয়ে শেষ পর্যন্ত পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে মুকুট ধরে রাখার পথে যাত্রা শুরু করলেন তুহিন-নাসির উদ্দিনরা।
পল্টনের ভলিবল স্টেডিয়ামে সোমবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে ১৪-১১ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
বঙ্গবন্ধু কাপে উড়ন্ত সূচনা পাওয়ার ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া তুহিন তরফদার জানালেন প্রথমার্ধের পারফম্যান্সে কিছুটা শঙ্কার দোলাচল পেয়ে বসেছিল তাদেরকে।
“ভেবেছিলাম প্রথম ম্যাচটা সহজ হবে। কিন্তু পোল্যান্ড আমাদের ভাবনায় ফেলে দিয়েছিল, যখন তারা ১৪-১১ পয়েন্টে এগিয়ে যায়। যদিও শেষ পর্যন্ত আমরা ওভারকাম করতে পেরেছি। এখন কেবল সামনে এগিয়ে যাওয়ার পালা।”
“এখানে আসার আগে পোল্যান্ড অনেক অনুশীলন করেছে। আমাদের দলেও ছয় জনের নতুন অভিষেক হয়েছে। তরুণ খেলোয়াড়রা কিছু ভুলও করেছিল প্রথম দিকে। তাই পিছিয়ে পড়েছিলাম। পরে নির্ভয় দিলে তাদের সাহস বাড়ে।”
মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ। এ প্রতিযোগিতায় এবারই প্রথম অংশ নিচ্ছে আর্জেন্টিনা। গত কাবাডি বিশ্বকাপে তাদেরকে ৮০-৮ পয়েন্টে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।