জোড়া গোলে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া এই ইংলিশ ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ হলেন বায়ার্ন মিউনিখ কোচ।
Published : 09 Nov 2023, 12:01 PM
বায়ার্ন মিউনিখের আক্রমণভাগে আলো ছড়িয়ে চলেছেন হ্যারি কেইন। গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচেও জোড়া গোলে দলের জয়ের নায়ক এই ইংলিশ স্ট্রাইকার। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বায়ার্ন কোচ টমাস টুখেলের কণ্ঠেও কেইনের প্রশস্তি।
আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে গালাতাসারাইকে ২-১ গোলে হারায় বায়ার্ন। গোলের জন্য হাসফাঁস করা দলকে ৮০তম মিনিটে হেডে এগিয়ে নেন কেইন; ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করা গোলটিও আসে এই ইংলিশ ফরোয়ার্ডের পা থেকে।
ক্লাব ক্যারিয়ারে চৌদ্দ বছর টটেনহ্যাম হটস্পারে কাটিয়ে এ বছরই বায়ার্নের জার্সি গায়ে তুলেছেন কেইন। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে চার ম্যাচে গোল করেছেন ৪টি। টুখেলের কাছে তাই কেইন মানে গোলের নিশ্চয়তা।
“আপনি নিশ্চিত ধরেই নিতে পারেন কেইন গোল করবে; কেননা, সে এই কাজটি দশক ধরে করে আসছে। প্রথমবারের মতো ক্লাব বদল করেছে, দেশ বদলেছে (ইংল্যান্ড থেকে জার্মানিতে আসা), সংস্কৃতির বদল হয়েছে; সে যে এত দ্রুত মানিয়ে নিয়েছে এবং দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, এটা খুবই ভালো। সে বড় ব্যক্তিত্বের অধিকারী।”
গোলের জন্য ৮০ মিনিট অপেক্ষা করতে হলেও ম্যাচের ফল নিয়ে খুশি টুখেল। জয়ের ধারায় থাকার লক্ষ্য ছিল বলেও জানালেন তিনি।
“আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুবই গর্বিত। সপ্তাহের শেষটা কঠিন ছিল। কদিন আগেই ডর্টমুন্ডে আমাদের অ্যাওয়ে ম্যাচ ছিল এবং এটা (ওই ম্যাচের ধকল) এখনও অনুভূত হচ্ছে। কিন্তু এটাও দারুণ অর্জন। আমরা ১২ পয়েন্ট পেয়েছি এবং নিশ্চিতভাবে গ্রুপের শীর্ষে থাকছি। এটা খুবই গুরুত্বপূর্ণ; কেননা, এটা অর্জন করার লক্ষ্য ছিল আমাদের।”
টানা চার জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় স্থানে কোপেনহেগেন ও তৃতীয় স্থানে গালাতাসারাই। ম্যানচেস্টার ইউনাইটেড ৩ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের তলানিতে।