তিন ম্যাচ পর রিয়ালের জয়

এস্পানিওলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 02:55 PM
Updated : 11 March 2023, 02:55 PM

এস্পানিওলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা আক্রমণাত্মক ফুটবলে কাটিয়ে উঠল রিয়াল মাদ্রিদ। চমৎকার গোলে পথ দেখালেন ভিনিসিউস জুনিয়র। তিন ম্যাচ পর স্বস্তির জয় পেল কার্লো আনচেত্তির দল। 

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। হোসেলুর গোলে পিছিয়ে পড়ার সমতা টানেন ভিনিসিউস। পরে এদের মিলিতাও দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কো আসেনসিও।   

দারুণ এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল। তবে একটি ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। 

আসরে প্রথম দেখায় গত অগাস্টে করিম বেনজেমার শেষের দুই গোলে ৩-১ ব্যবধানে জিতেছিল রিয়াল। চোটের কারণে ফিরতি লেগে খেলতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। 

লিগে টানা দুই ড্রয়ের মাঝে কোপা দেল রেতে বার্সেলোনার বিপক্ষে হারের হতাশায় মাঠে নামা রিয়াল গোল খেয়ে বসে শুরুতেই। প্রতি-আক্রমণে মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু বল ধরে বক্সে বাড়ান রুবেন সানচেস। আর বাঁ পায়ের দারুণ উঁচু শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলু। 

পঞ্চদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে ভিনিসিউস সোসার হেড ঝাঁপিয়ে ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। 

শুরুর চাপ সামলে এরপর আক্রমণের ঝড় বইয়ে দেয় রিয়াল। ভিনিসিউসের দারুণ নৈপুণ্যে সমতার দেখা পায় তারা ২২তম মিনিটে। 

টনি ক্রুসের পাস পেয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। প্রথমে দুজনের চ্যালেঞ্জ সামনে কিছুটা কোনাকুনি এগিয়ে আরও দুই প্রতিপক্ষের খেলোয়াড়ের মধ্যে দিয়ে ডান পায়ের জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

প্রথমার্ধেই গোলের উদ্দেশ্যে ১৫টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখা রিয়াল এগিয়ে যায় ৩৯তম মিনিটে। অহেলিয়া চুয়ামেনির ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। 

দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণের ধার কমে যায়। প্রথম ২৫ মিনিটে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এর সুবিধা নিতে পারেনি এস্পানিওলও। 

৭১তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে টনি ক্রুসের সামনে। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ে জোরাল শট নেন জার্মান মিডফিল্ডার, ক্রসবারের একটু ওপর দিয়ে উড়ে যায় বল। চার মিনিট পর ২৫ গজ দূর থেকে রদ্রিগোর ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালের ওপর দিয়ে গিয়ে ক্রসবারে বাধা পায়। 

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন আসেনসিও। নাচো ফের্নান্দেসের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন লুকা মদ্রিচের বদলি নামা স্প্যানিশ মিডফিল্ডার। 

২৫ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। 

কেবল জয় খরাই নয়, রিয়ালের জন্য বড় দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছিল গোল খরাও। গত তিন ম্যাচে কেবল একবার জালের দেখা পেয়েছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে নামার আগে তাই এই জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলটিকে। 

ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার লিভারপুলের মুখোমুখি হবে তারা। শেষ ষোলোর প্রথম লেগে অ্যানফিল্ডে ৫-২ গোলে জিতেছিল আনচেলত্তির দল।