'এরকম ম্যাচই শিরোপা জেতায়', ভালেন্সিয়াকে হারানোর পর বললেন রবের্তো

কঠিন সময়ে দলের লড়াকু মানসিকতায় দারুণ খুশি সের্হি রবের্তো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 10:40 AM
Updated : 6 March 2023, 10:40 AM

শুরুতে এগিয়ে যাওয়ার পর বেশ ভালোই খেলছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে প্রথম ১৫ মিনিটের মধ্যে অনেককিছু তাদের বিপক্ষে যায়; মিস হয় পেনাল্টি, দল নেমে আসে ১০ জনে। তারপরও শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় খুব খুশি সের্হি রবের্তো। বার্সেলোনার এই খেলোয়াড়ের মতে, এই ধরনের কষ্টার্জিত জয়গুলোই শিরোপা এনে দেয়।

লা লিগায় কাম্প নউয়ে গত রোববারের ম্যাচে ১-০ গোলে জেতে শাভি এরনান্দেসের দল। প্রথমার্ধে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন ফরোয়ার্ড রাফিনিয়া।

পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনার অবস্থান আরও মজবুত হয়েছে। রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গিয়েছিল ১০ পয়েন্টে। পরে রিয়াল বেতিসের সঙ্গে ড্র করে ব্যবধান ৯ পয়েন্টে কমিয়ে আনে কার্লো আনচেলত্তির দল।

পয়েন্ট টেবিলে ১৯তম স্থানে থাকা ভালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনা শুরু থেকে ভালোই খেলছিল। তবে ৫৩তম মিনিটে পেনাল্টি পেয়েও পোস্টে মেরে লিড বাড়ানোর সুযোগ নষ্ট করেন ফেররান তরেস। পরের মিনিটে আনসু ফাতির শটও লাগে পোস্টে।

এরপর সরাসরি লাল কার্ড দেখেন আরাউহো। এক জন কম নিয়েও বাকি সময়ের চ্যালেঞ্জ উতরে যায় বার্সেলোনা।

কঠিন পরিস্থিতি থেকে দল যেভাবে পারফর্ম করেছে, তাতে দারুণ খুশি রবের্তো। ম্যাচের পর মুভিস্টারকে অভিজ্ঞ রাইট-ব্যাক বলেন, সুযোগ কাজে লাগিয়ে লিড বাড়িয়ে নিলে কাজটা আরও সহজ হতো তাদের জন্য।

“এগিয়ে যাওয়ার পর নিজেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য দ্বিতীয় গোল খুঁজে বের করতে হবে। যদি পেনাল্টিটা সফল হতো... বেশ হতো। তা না হওয়াটা হতাশার, কিন্তু আপনাকে কীভাবে সমস্যা মোকাবেলা করতে হবে, তা জানতে হবে।”

“এমন সব ম্যাচ জয়ের মাধ্যমেই লিগ জয়ের পথে এগিয়ে যাওয়ায় যায়। আমরা মাদ্রিদের চেয়ে ১০ (৯ পয়েন্ট) পয়েন্ট এগিয়ে আছি, যা আমাদের জন্য মূল্যবান।”

রবের্তো মনে করেন, এই ম্যাচে তাদের চ্যাম্পিয়ন দলের মানসিকতা ফুটে উঠেছে।

“আমরা দেখিয়েছি, কঠিন সময়ে কীভাবে লড়তে হয় তা আমরা জানি। (রোনালদ আরাউহো) লাল কার্ড পাওয়ার পর আমরা আরও বেশি একটা দল হিসেবে রক্ষণ সামলেছি। এটিই একটি বিজয়ী দলের অংশ।”

২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল।