‘রেয়ালের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় কেউ মনে রাখবে না’

রেয়াল মাদ্রিদের রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয় নিয়ে বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্দ পিকের বিস্ফোরক মন্তব্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 01:29 PM
Updated : 8 Nov 2023, 01:29 PM

বার্সেলোনায় থাকাকালীন সুযোগ পেলেই রেয়াল মাদ্রিদকে খোঁচা মেরে খবরের শিরোনাম হতেন জেরার্দ পিকে। বছর খানেক আগে ফুটবল থেকে অবসর নেওয়া সাবেক স্প্যানিশ ডিফেন্ডার পুরোনো উত্তাপ ফিরিয়ে আনলেন আবার। তার মতে, ২০২২ সালে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথা সময়ের সঙ্গে সবাই ভুলে যাবে।

চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমে নকআউট পর্বে অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প লিখেছিল রেয়াল। ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ঘরে তুলেছিল রেকর্ড ১৪তম শিরোপা।

কাতালান ভাষার রেডিও স্টেশন আরএসি-ওয়ানের সঙ্গে বুধবারের আলাপচারিতায় রেয়ালের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় নিয়ে নিজের অভিমত তুলে ধরেন পিকে।  

“ফেব্রুয়ারিতে তারা (রেয়াল মাদ্রিদ) সব প্রতিযোগিতায় টিকে থাকবে এবং চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখতে পাব। আমরা (বার্সেলোনা) যখন জিতব, আমাদের সবাই চিরকাল মনে রাখবে। তারা যখন জিতেছে, তখন এটি কেবল আরও একটি। সবশেষটি অলৌকিক ঘটনা ছিল, কারণ তারা প্রতিটি রাউন্ডে নিম্নমানের ছিল এবং কেউ মনে রাখবে না।”

পিকে আলাদা করে বলেন বার্সেলোনাকে নিয়েও। চলতি চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন জয়ের পর মঙ্গলবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে ১-০ গোলে হারে শাভি এর্নান্দেসের দল। কোচের প্রতি আস্থা রেখে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান পিকে।

“আমি জানি, এখানে প্রতিদিন জিততে হবে, তবে শাভি ঘরের লোক, সে ক্লাবকে চেনে, ক্লাবকে ভালোবাসে এবং বার্সাকে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ ব্যক্তি সে।”