প্রথম লেগে দুইবার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছিল বসুন্ধরা কিংস। ফিরতি পর্বে বাংলাদেশের চ্যাম্পিয়নরা লিখল ঘুরে দাঁড়িয়ে জয়ের গল্প। মিগেল ফিগেইরা দামাশেনো ও রবসন দি সিলভা রবিনিয়োর নৈপুণ্যে প্রথমবারের মতো ভারতের ঐতিহ্যবাহী দল মোহন বাগানকে হারাল বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
কিংস অ্যারেনায় মঙ্গলবার এএফসি কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে মোহন বাগানকে ২-১ গোলে হারিয়েছে কিংস। প্রথম লেগে ভুবনেশ্বর থেকে মোহন বাগানের বিপক্ষে ২-২ ড্র করে ফিরেছিল অস্কার ব্রুসনের দল।
এই জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে কিংস। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে মোহন বাগান।
২০২১ সাল থেকে মোহন বাগানের বিপক্ষে আগের তিন ম্যাচে কিংসের হার ছিল একটি, বাকি দুই ম্যাচ হয়েছিল ড্র।
আক্রমণ ও পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম্যাচ। সপ্তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোল হজম করতে বসেছিল কিংস, কিন্তু তার বাড়ানো বল বক্সের সামনে পেয়ে হুগো বুমো শট নেওয়ার আগেই দৌড়ে এসে বল ক্লিয়ার করেন বিশ্বনাথ ঘোষ।
ত্রয়োদশ মিনিটে রবসন রবিনিয়োর বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এর চার মিনিট পর পিছিয়ে পড়ে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। বাঁ দিক থেকে জেসন কামিংস বক্সে বল বাড়ালে ফিস্ট করে ক্লিয়ার করেন শ্রাবণ, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত হয়নি। বক্সে ফাঁকায় থাকা লিস্টন কোলাসো নিখুঁত শটে জাল খুঁজে নেন।
এরপর কিংস মরিয়া হয়ে ওঠে গোল শোধে। ২১তম মিনিটে চার্লস দিদিয়ের বাড়ানো দারুণ পাস ধরে বক্সে ঢুকে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর শট যায় পোস্টের উপর দিয়ে। ৩১তম মিনিটে মিগেল ফিগেইরা দামাশেনোর শটও উড়ে যায় একইভাবে।
৪৩তম মিনিটে স্বস্তির উপলক্ষ পায় কিংস। বক্সের সামনে দিদিয়েরের পাস পেয়ে শরীর ঘুরিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন দামাশেনো। সমতার উচ্ছ্বাসে মেতে ওঠে কিংসের গ্যালারি।
৫১তম মিনিটে রবিনিয়োর শট পোস্টে লেগে ফিরলে এগিয়ে যাওয়া হয়নি কিংসের। সাত মিনিট পর এই ফরোয়ার্ডের আরেকটি শট অল্পের জন্য যায় পোস্টের বাইরে।
৮০তম মিনিটে এগিয়ে যাওয়ার উৎসবে মেতে ওঠে কিংস। দিদিয়েরের পাস ধরে দোরিয়েলতন নিজে শট না নিয়ে বাড়ান রবিনিয়োকে; দারুণ শটে মোহন বাগান গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বাকিটা সময় পার করে দিয়ে নিজেদের মাঠে জয়ের আনন্দে মাতে কিংস। এই ম্যাচের আগে কিংস কোচ বলেছিলেন, ঘরের মাঠ বলেই জয়ের প্রশ্নে আশাবাদী তিনি, পূরণ হলো স্প্যানিশ কোচের চাওয়া।
আগামী ২৭ নভেম্বর নিজেদের পরের ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের মুখোমুখি কিংস। প্রথম লেগে মালদ্বীপের দলটির মাঠে ৩-১ গোলে হেরেছিল ব্রুসনের দল।