বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করা ফুটবল বিশেষজ্ঞ হের্মান বুর্গোসের সঙ্গে চুক্তি বাতিল করেছে মুভিস্টার।
Published : 11 Apr 2024, 06:49 PM
বার্সেলোনা ও পিএসজির রোমাঞ্চকর লড়াইয়ে মাঠের উত্তেজনা শেষে এক অপ্রীতিকর কারণে উত্তাপ ছড়ায় মাঠের বাইরেও। বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের উদ্দেশ্যে বাজে মন্তব্য করেন মুভিস্টার প্লাসের ফুটবল বিশেষজ্ঞ হের্মান বুর্গোস। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে দুটি ক্লাবই। ম্যাচ শেষে এই স্প্যানিশ ব্রডকাস্টারকে কোনো সাক্ষাৎকার দেয়নি দুই দলের কেউ।
আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক বুর্গোস খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারে নাম লিখিয়েছিলেন। আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনের একসময়ে সহকারী ছিলেন তিনি। বর্তমানে কাজ করছেন ফুটবল বিশেষজ্ঞ হিসেবে।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে মুখোমুখি হয় বার্সেলোনা ও পিএসজি। কাতালান ক্লাবটির ৩-২ গোলে জেতা ওই ম্যাচের আগে বল নিয়ে ১৬ বছর বয়সী ইয়ামালের কারিকুরি দেখে বুর্গোস বলেন, “যদি ফুটবল ক্যারিয়ার তার জন্য ফলপ্রসু না হয়, তাহলে তাকে ট্রাফিক সিগনালে কাজ করতে হতে পারে।”
রাস্তায় ট্রাফিক সিগনালে যখন গাড়িগুলো আটকে থাকে, তখন কিছু ভিক্ষুককে ওই গাড়ির চালকদের কাছে অর্থ সাহায্য চাইতে দেখা যায়। পৃথিবীর অনেক জায়গাতেই এটা পরিচিত দৃশ্য। ইয়ামালকে নিয়ে বুর্গোসের মন্তব্য এটাকেই ইঙ্গিত করে।
ম্যাচ শেষে মুভিস্টারের সাংবাদিক রিকার্দো সিয়েরা বিতর্কিত ঘটনাটির ব্যাখ্যা দেন।
“আমি বুঝতে পারছি, আপনারা অনেকে বার্সেলোনার খেলোয়াড় ও কোচদের কথা শুনতে চান। কিন্তু উয়েফা, পিএসজি ও বার্সা আমাদেরকে জানিয়েছে যে, ম্যাচের আগে স্টুডিওতে করা এক মন্তব্যের কারণে তারা ক্ষুব্ধ হয়েছে এবং একারণে আমাদের সঙ্গে কথা বলবে না।”
“তাই, আমাদের কাছে কারো প্রতিক্রিয়া নেই, ক্ষমা চাচ্ছি আমি…”
পরে ওই বির্তকিত মন্তব্য করায় ক্ষমা চান বুর্গোসও।
“এই বাচ্চা ছেলের (ইয়ামাল) মতো প্রতিভা যদি আমার থাকত! কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি ওই মন্তব্য করিনি। আমরা ফুটবল নিয়ে কথা বলি, অন্য কিছু য়ে নয়। সে যদি কষ্ট পেয়ে থাকে, আমি দুঃক্ষিত এবং জনসম্মুখে ক্ষমা চাচ্ছি।”
“আমি কথাটা উদ্দেশ্যমূলকভাবে বলিনি। কখনও কখনও কৌতুক করে বলা কথাও সমস্যায় ফেলে। এমন সব পরিস্থিতিতে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয় এবং সেটাই আমরা করছি।”
পরবর্তীতে ইন্সটাগ্রাম বার্তায়ও ক্ষমা প্রার্থনা করেন বুর্গোস। দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় মুভিস্টার কর্তৃপক্ষও। পরে আরকটি বিবৃতিতে বুর্গোসকে বরখাস্ত করার কথা জানায় তারা। একই সঙ্গে সতর্ক করে দেয় ওই অনুষ্ঠানের উপস্থাপককে।
বিশেষ এক অর্জনের রাতেই এই তিক্ত অভিজ্ঞতা হলো ইয়ামালের। দারুণ সম্ভাবনাময় এই ফুটবলার আগেও কিছু প্রথমের জন্ম দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এদিন তিনি সবচেয়ে কম বয়সী (১৬ বছর ২৭২ দিন) খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে খেললেন।
ফুটবল দুনিয়ায় বর্তমানে বর্ণবাদ নিয়ে বিতর্ক আর নতুন নতুন সমস্যা বেড়েই চলেছে। গত কয়েক বছরে সবচেয়ে বেশি বর্ণবাদী মন্তব্যের শিকার রেয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।