পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না এমবাপে

লিগ ওয়ান জিতে মৌসুম শেষ করার দিকে মনোযোগ ফরাসি তারকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 12:36 PM
Updated : 9 March 2023, 12:36 PM

অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা আরও একবার শেষ হয়ে গেল আগেভাগে। ইউরোপ সেরার মঞ্চ থেকে পিএসজির বিদায়ের পরপরই নতুন করে আলোচনায় উঠেছে ক্লাবটিতে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ। তবে তিনি এখন এসব নিয়ে ভাবতে নারাজ। ফরাসি ফরোয়ার্ড বললেন, স্রেফ লিগ ওয়ান জয়ের দিকেই আপাতত সব মনোযোগ তার।

২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে এমবাপে দলটির হয়ে পাঁচ মৌসুমে চারবারই লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন, একই সঙ্গে জিতেছেন অন্যান্য ঘরোয়া শিরোপাও। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা পিছু ছাড়েনি তাদের।

চলতি মৌসুমেও লিগ ওয়ানের মুকুট ধরে রাখার পথে আছে পিএসজি। কিন্তু আবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় থেমে গেছে এমবাপেদের পথচলা। গত বুধবার দ্বিতীয় লেগে তাদের ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।

সবশেষ সাত বছরে এই নিয়ে পাঁচবারই শেষ ষোলো থেকে ছিটকে গেল পিএসজি। তারকাসমৃদ্ধ দল নিয়েও চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক ব্যর্থতা প্যারিসের ক্লাবটির জন্য ভীষণ হতাশার।

গত গ্রীষ্মের দলবদলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম দল রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন এমবাপে। তবে অনেক নাটকীয়তার পর শেষ মূহুর্তে সিদ্ধান্ত বদলে পিএসজিতে থেকে যান তিনি। নতুন চুক্তি করেন ২০২৫ সাল পর্যন্ত।

তারপরও থেমে নেই এমবাপের ক্লাব ছাড়া বা রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন। সবশেষ বায়ার্ন ম্যাচের পর ভবিষ্যৎ প্রসঙ্গে জানতে চাওয়া হয় বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের কাছে। উত্তরে তিনি বলেন, এই মৌসুম ভালোভাবেই শেষ করা ঘিরেই এখন তার সব ভাবনা।

“আমি শান্ত আছি। এই মৌসুমে এখন আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো লিগ ওয়ান জেতা এবং তারপর দেখা যাবে কী হয়।”

“এই মুহুর্তে আমি কেবল এই মৌসুম নিয়েই কথা বলতে চাই। অন্য কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা হতাশ।”

লিগ ওয়ানে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী পিএসজি।