রেকর্ড হারের পেছনে ‘গ্রীষ্মের রদবদলের’ দায় দেখছেন আয়াক্স অধিনায়ক

তবে সমস্যা কাটিয়ে শীঘ্রই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী ডাচ ক্লাবটির অধিনায়ক দুসান তাদিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2022, 10:50 AM
Updated : 5 Oct 2022, 10:51 AM

প্রায় প্রতি মৌসুম শেষেই আয়াক্সকে যেতে হচ্ছে একটা ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে। ক্লাব ছেড়ে চলে যান প্রতিভারা, দলে যোগ দেন নতুন খেলোয়াড়। এবার চলে যাওয়াদের সংখ্যাটা একটু বেশিই, যার ধাক্কা ভালোভাবে টের পাচ্ছে ডাচ ক্লাবটি। সবশেষ নাপোলির বিপক্ষে ম্যাচে তাদের পেতে হয়েছে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের সবচেয়ে বড় হারের স্বাদ। দলটির অধিনায়ক দুসান তাদিচ মনে করেন, গ্রীষ্মে অনেক খেলোয়াড় হারিয়ে দলের ছন্দ নষ্ট হয়ে গেছে।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে আয়াক্সকে তাদের মাঠেই ৬-১ গোলে বিধ্বস্ত করেছে সেরি আ ক্লাবটি।

ইউরোপের ক্লাবগুলোর মধ্যে আয়াক্সের একটা আলাদা সুনাম রয়েছে। প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের গড়ে তোলার কাজটা তারা খুব ভালো করে। তবে ধনী ক্লাবগুলোর অর্থের দাপটে খুব বেশিদিন সেই খেলোয়াড়দের তারা ধরে রাখতে পারে না।

এবারের গ্রীষ্মেও তার ব্যত্যয় ঘটেনি। ক্লাব ছেড়েছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, আন্তোনিসহ আরও কয়েকজন খেলোয়াড়। পাশাপাশি আয়াক্স হারিয়েছে কোচ এরিক টেন হাগকেও। চলতি মৌসুমের শুরুতে তিনি দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের।

সব মিলিয়ে বড় রদবদলের পর নতুন মৌসুমে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষাতেই ছিল আয়াক্সের। ডাচ লিগে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে দলটি ভুগছে ছন্দহীনতায়। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।

চ্যাম্পিয়ন্স লিগে দলটির সামনে এখন উঁকি দিচ্ছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারা আছে গ্রুপের তিন নম্বরে।

৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। দুইয়ে লিভারপুলের পয়েন্ট ৬।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাদিচ তাদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করতে পারার জন্য দুষলেন দলে ব্যাপক রদবদলকে। তিনি বলেন, অনেক পরিবর্তনের পর দল হিসেবে গুছিয়ে নিতে তাদের সময় প্রয়োজন।

“আমাদের দলে সাত-আটজন নতুন খেলোয়াড়। অনেক খেলোয়াড় হারানোর পর কাজ কিছুটা কঠিন হয়ে যায়। দলে ছন্দ পেতে আরও ম্যাচ দরকার।”

তাদিচ মনে করেন, কঠিন সময় কাটিয়ে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে তার দল।

“গত কয়েক সপ্তাহে আমরা আমাদের খেলায় কোনো উন্নতি করতে পারিনি…বিষয়টা নিঃসন্দেহে আমাকে উদ্বিগ্ন করে। এখন আমরা যা করতে পারি তা হলো, উন্নতি পথ খুঁজে বের করতে হবে।”

‘এ’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তলানিতে রেঞ্জার্স, তাদের পয়েন্ট শূন্য।