লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, এখনও জাতীয় দলের হয়ে অবদান রাখার সামর্থ্য আছে অভিজ্ঞ এই ডিফেন্ডারের।
Published : 01 Feb 2023, 04:37 PM
প্রায় দুই বছর বাইরে থাকা সের্হিও রামোসের জন্য স্পেন দলের দরজা খুলে দিলেন দেশটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বললেন, নিজের সক্ষমতা প্রমাণ করতে পারলে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।
স্পেনের হয়ে রামোসকে সবশেষ খেলতে দেখা গিয়েছিল ২০২১ সালের মার্চে, কসোভোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ৩-১ গোলে জেতা ম্যাচে। এরপর থেকে জাতীয় দলের বাইরে আছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।
স্পেনের ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য রামোস দেশের হয়ে খেলেছেন রেকর্ড ১৮০ ম্যাচ। কাতার বিশ্বকাপের জন্য স্পেনের ৫৫ সদস্যের প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত লুইস এনরিকের ২৬ জনের চূড়ান্ত দলে উপেক্ষিত থাকেন এই পিএসজি তারকা।
চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি ম্যাচ খেলেছেন রামোস। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে তার পারফরম্যান্সে দেখা মিলছে বয়সকে তুড়ি মেরে ছুটে চলার ছাপ।
লা ফুয়েন্তে মনে করেন, বিশ্বকাপ জয়ী এই ফুটবলার এখনও স্পেন দলের হয়ে অবদান রাখতে পারেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ আগামী মার্চে, ২০২৪ ইউরো বাছাইয়ে নরওয়ের বিপক্ষে।
স্প্যানিশ শো এল হর্মিগের-কে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রামোস প্রসঙ্গে লা ফুয়েন্তে বলেন, সব দিক বিবেচনায় প্রয়োজন মনে করলে সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলারকে দলে ডাকতেও পারেন তিনি।
“অভিজ্ঞতায় সমৃদ্ধ অন্যান্যদের মতো সের্হিও রামোসেরও ফিরে আসার সুযোগ রয়েছে। দল বাছাই করা খুব দীর্ঘ একটি প্রক্রিয়া। প্রথমে, আমরা সব স্প্যানিশ খেলোয়াড়কে বিবেচনা করতে শুরু করেছি, তারপরে আমরা এটিকে ৭০ বা ৮০ জন খেলোয়াড়ে কমিয়ে এনেছি, যেখানে সব পজিশনে ছয় বা সাতজন খেলোয়াড় আছে। এরপরে আমরা এটি আরও কমিয়ে আনব।”
“নিঃসন্দেহে রামোস, ইয়াগো আসপাস বা অন্যান্য স্প্যানিশ ফুটবলার যারা খুব ভালো এবং সব ভক্তদের কাছে প্রিয়, তাদের দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মানে এই নয় যে, তারা দলে আসবেই, কারণ অন্য খেলোয়াড়রাও খুব ভালো এবং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে ফুটবল ছাড়াও অনেক দিককে মূল্যায়ন করতে হবে।”