মেসিদের বাংলাদেশে আসা: বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত

সংবাদ সম্মেলন শুরুর ঘণ্টা তিনেক আগে অনিবার্য কারণে স্থগিত করে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2023, 08:01 AM
Updated : 18 Jan 2023, 08:01 AM

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ঢাকায় খেলার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী জুনের সেই সফর নিয়ে বুধবার দুপুর আড়াইটায় গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল বাফুফের। কিন্তু সাড়ে ১১টার দিকে হুট করেই সংবাদ সম্মেলন স্থগিত করে দেওয়ার বার্তা দেয় দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

“আজ ১৮ জানুয়ারি বুধবার দুপুর আড়াইটায় বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

মঙ্গলবার হোয়াটসঅ্যাট বার্তায় বাফুফে লিখেছিল, “আগামী জুনে ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে জানানোর জন্য বুধবার দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।”

একটি গণমাধ্যমের বাফুফে সভাপতি কাজ সালাউদ্দিনের মন্তব্য দিয়ে আর্জেন্টিনার আগামী জুনে ঢাকায় আসার খবর চাউর হয় মঙ্গলবার। রাতে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের আসার ‘সম্ভাবনার’ কথা।

বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাদেশের আসার খবর থিতিয়ে যায় আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি’র সামাজিক যোগাযোগে মাধ্যম বিভাগে কাজ করা গাস্তন এদুলের এক পোস্টে। সেখানে তিনি লেখেন, ঢাকায় জুনে আসার ব্যাপারে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি।

এদুল জানান, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তিকে। এটি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো কিছুতে মনোযোগ নেই তাদের।

এর আগে ২০১১ সালে আর্জেন্টিনাকে ঢাকায় এনেছিল বাফুফে। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসিরা।

সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরর খরা ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে আর্জেন্টিনা। তাদের আবারও ঢাকায় আনতে আগ্রহী বাফুফে।

যদিও দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলায় খেলার অনুপোযোগী থাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম জুনে আগে প্রস্তুত হওয়া, আর্জেন্টিনার আসা এবং প্রীতি ম্যাচের দ্বিতীয় দল চূড়ান্ত হওয়ার বিষয়গুলো নিয়ে সংশয় রয়েছে যথেষ্টই। তা দূর করতেই সংবাদ সম্মেলন ডেকেছিল বাফুফে, কিন্তু সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছে তারা।