গত ১২ অগাস্ট থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৫০বার ফুটবল ম্যাচে বেটিং করার অভিযোগ উঠেছে নিউক্যাসল ইউনাইটেডের এই ইতালিয়ান মিডফিল্ডারের বিরুদ্ধে।
Published : 28 Mar 2024, 09:53 PM
বেটিংয়ের নিয়ম ভেঙে নিষিদ্ধ থাকার মধ্যেই ফের একই অভিযোগ উঠেছে সান্দ্রো টোনালির বিরুদ্ধে। বেটিংয়ের নিয়ম ভাঙায় নিউক্যাসল ইউনাইটেডের এই ইতালিয়ান মিডফিল্ডারকে অভিযুক্ত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফ)।
বৃহস্পতিবার এফএ-এর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ অগাস্ট থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৫০বার ফুটবল ম্যাচে বেটিং করেছেন টোনালি।
অভিযোগের জবাব দেওয়ার জন্য আগামী ৫ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে।
গত জুলাইয়ে এসি মিলান থেকে সাড়ে পাঁচ কোটি পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ইংলিশ ক্লাব নিউক্যাসলে যোগ দেন টোনালি।
ইতালিতে ফুটবল ম্যাচে বেটিং করার জন্য গত অক্টোবরে টোনালিকে ১০ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। আগামী অগাস্ট পর্যন্ত খেলতে পারবেন না তিনি।
ওই সময় তার এজেন্ট বলেছিলেন, ‘জুয়ায় আসক্ত’ টোনালি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিউক্যাসলের হয়ে ১১ ম্যাচ খেলা টোনালি গোল করেছেন একটি।