মেসি ইস্যুতে লাপোর্তা ‘মুখ বাঁচাতে চায়’, বললেন কুমান

আর্জেন্টাইন তারকাকে ছেড়ে দেওয়ায় বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাকে এক হাত নিয়েছেন কাতালান ক্লাবটির সাবেক এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 12:47 PM
Updated : 14 May 2023, 12:47 PM

লিওনেল মেসি ফিরতে পারেন বার্সেলোনায়, অনেক দিন ধরে এমন গুঞ্জন শোনা গেলেও রোনাল্ড কুমান সেই সম্ভাবনা দেখেন না। ক্লাবটির সাবেক ফুটবলার ও কোচ মনে করেন, কাতালান দলটির জার্সিতে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকাকে।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। কাতালান ক্লাবটির আর্থিক সমস্যার কারণে ইচ্ছার বিরুদ্ধে কাম্প নউ ছাড়তে হয়েছিল তাকে। প্যারিসের ক্লাবটিতে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুমের পর।

গণমাধ্যমের খবর, চুক্তি নবায়নে আগ্রহী নন মেসি এবং নিজের সিদ্ধান্ত এরই মধ্যে পিএসজিকে জানিয়ে দিয়েছেন তিনি। তার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় সৌদি আরবের ক্লাব, যুক্তরাষ্ট্রের ক্লাবের পাশাপাশি শোনা যাচ্ছে বার্সেলোনার নামও।

মেসিকে আবার বার্সেলোনায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন ক্লাবটির সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকে। সমর্থকরাও খুব করে চান প্রিয় তারকাকে ফিরে পেতে।

তবে তাদের চাওয়া পূরণের জোর সম্ভাবনা দেখছেন না কুমান। সম্পতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের বর্তমান এই কোচ বলেন, ভিন্ন ঠিকানায় দেখা যেতে পারে রেকর্ড সাতবারের ব্যালন দ'অর জয়ীকে।

“আমার মনে হয় না মেসি বার্সেলোনায় ফিরবে। (সের্হিও) বুসকেতস চলে যাবে, জর্দি আলবাও থাকবে না। তারা তিন জন ভালো বন্ধু। তারা একসঙ্গে মায়ামি বা সৌদি আরবে খেলতে গেলে আমি অবাক হব না।”

বুসকেতস এরই মধ্যে চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর আলবারও ঠিকানা বদলের গুঞ্জন রয়েছে।

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বিভিন্ন সময়েই আশাবাদ ব্যক্ত করেছেন মেসিকে ফেরানোর। তবে কুমানের কাছে এসব খবর একেবারেই ভিত্তিহীন।

“(হুয়ান) লাপোর্তা আসলে নিজের মুখ বাঁচাতে চায়। কারণ সবার চোখে সে এমন একজন যে মেসিকে ছেড়ে দিয়েছিল।”