আগামী ডিসেম্বরে হবে টুর্নামেন্টটির পরের আসর।
কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল, ক্লাব বিশ্বকাপের আকার বাড়িয়ে ২৪ দলে উন্নীত করবে ফিফা। এবার সেটাকে আরও বড় করে ৩২ দলের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ।
জাতীয় দলগুলোকে নিয়ে বর্তমানে যেভাবে ফুটবল বিশ্বকাপ হয়ে আসছে, একই ফরম্যাটে ৩২টি ক্লাব নিয়ে ২০২৫ সাল থেকে হবে এই প্রতিযোগিতা। মূল বিশ্বকাপের মতো এটাও চার বছর পর পর আয়োজন করা হবে।
ফিফা কাউন্সিলের বৈঠকের পর শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনো আরও জানিয়েছেন, এবারের ক্লাব বিশ্বকাপ হবে মরক্কোতে। প্রতিযোগিতাটি সাধারণত ডিসেম্বরে হলেও এবার হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।