আলেহান্দ্রো গার্নাচোর লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নদের দলে নিয়মিত হওয়া।
Published : 13 Jun 2023, 07:34 PM
জন্ম স্পেনের মাদ্রিদে। সেখানেই কেটেছে বেশিরভাগ সময়। খেলেছেন স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। আন্তর্জাতিক ফুটবলেও দেশটির হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত মায়ের জন্মভূমি আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন আলেহান্দ্রো গার্নাচো। তরুণ এই স্ট্রাইকার বললেন, নিজেকে সবসময় একজন আর্জেন্টাইন হিসেবেই ভাবেন তিনি।
গার্নাচোর মা আর্জেন্টাইন আর বাবা স্প্যানিশ। দুই দেশের নাগরিকত্বই আছে ১৮ বছর বয়সী এই ফুটবলারের। চলতি মাসে আর্জেন্টিনার এশিয়া সফরের স্কোয়াডে রাখা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণকে।
আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও আর্জেন্টিনাকে বেছে নেওয়া নিয়ে কোনো দ্বিধা ছিল না বলে জানালেন গার্নাচো। সোমবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে অভিষেকের জন্য উন্মুখ তিনি।
“আমি নিজেকে আর্জেন্টাইনই মনে করি, আমি একজন আর্জেন্টাইন। তারা আমার ওপর বাজি ধরেছিল, আর আমার কাছে সবকিছু পরিষ্কার ছিল। আর্জেন্টিনা অনেক বড় একটা জাতীয় দল, আমার জন্য খুব ভালো সুযোগ এবং আমার পুরো পরিবার খুব খুশি, তারা শুরু থেকে আমাকে সমর্থন দিয়েছে।”
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ একটি মৌসুম কাটানো গার্নাচো গত মার্চে অ্যাঙ্কেলে চোট পান। ওই মাসে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের দলে ডাক পেলেও চোটের কারণে অংশ নিতে পারেননি আর।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী, (প্রীতি ম্যাচসহ) তিনটির বেশি ম্যাচ না খেলা পর্যন্ত দ্বৈত নাগরিকত্বের খেলোয়াড়রা চাইলে জাতীয় দল পরিবর্তন করতে পারেন। গার্নাচোর জন্য স্পেনের হয়ে খেলার সুযোগ তাই আছেই। তবে এই খেলোয়াড় সাফ জানিয়ে দিলেন, ক্যারিয়ার গড়বেন কেবল আর্জেন্টিনার হয়েই।
“আমার তিনটি ম্যাচ খেলার দরকার নেই। আমি এখানেই আছি এবং যদি (এশিয়া) সফরে আমার অভিষেক নাও হয়, তাতে কিছু যায় আসে না। জানি আমি আর্জেন্টিনার সঙ্গে থাকতে চাই এবং এটিই হতে যাচ্ছে।”
“আমি আর্জেন্টিনা জাতীয় দলে ক্যারিয়ার গড়তে চাই, কোচ যদি আমার ওপর বিশ্বাস রাখেন তাহলে আমি বারবার দলে আসতে পারব। আমি দলের আরও একজন সদস্য হতে চাই এবং কোপা আমেরিকা, বাছাইপর্ব ও বিশ্বকাপে অংশ নিতে চাই।”
আগামী বৃহস্পতিবার বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।