রেয়াল মাদ্রিদ ডিফেন্ডারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে।
Published : 16 Oct 2023, 08:24 PM
মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে রেয়াল মাদ্রিদের জন্য সুখবর। নাচো ফের্নান্দেসের নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে। ফলে বার্সেলোনার বিপক্ষে খেলতে কোনো বাধা নেই এই ডিফেন্ডারের।
লা লিগায় গত ৩০ সেপ্টেম্বর জিরোনার বিপক্ষে রিয়ালের ৩-০ গোলে জয়ের ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান পোর্তুকে মারাত্মক ফাউল করেন নাচো। শুরুতে তাকে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান রেফারি।
ওই ঘটনায় পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চান নাচো। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। ফলে ক্লাসিকোয় তার খেলার পথ বন্ধ হয়ে যায়।
পরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে রেয়াল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটি নাচোর নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমিয়ে দুই ম্যাচ করেছে বলে সোমবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
নিষেধাজ্ঞার কারণে ওসাসুনার বিপক্ষে দলের ৪-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি নাচো। আগামী সপ্তাহে সেভিয়ার বিপক্ষে ম্যাচেও বাইরে থাকতে হবে তাকে। ফিরতে পারবেন ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে।
চলতি লা লিগায় ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কার্লো আনচেলত্তির দল।