ভিএআর সিদ্ধান্তের কারণ দর্শকদের ব্যাখ্যা করবেন রেফারি

ফিফা ক্লাব বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই ব্যবস্থা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2023, 08:03 PM
Updated : 18 Jan 2023, 08:03 PM

মাঝে মধ্যেই ফুটবলকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। এটির ব্যবহারে আরও বেশি স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ভিএআর সিদ্ধান্তের পেছনের কারণ ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ও টিভি দর্শকদের ব্যাখ্যা করবেন রেফারি। 

আগামী মাসে মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ১২ মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই ব্যবস্থা। বিষয়টি বুধবার বিবৃতি দিয়ে জানায় ফুটবলের আইন-প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) 

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি চালু করার পর থেকে এটিতে অনেক বিনিয়োগ করেছে ফিফা। কিন্তু বিতর্ক রয়েই গেছে। 

গত কাতার বিশ্বকাপে স্পেনের বিপক্ষে জাপানের একটি গোল যেমন বিতর্ক উসকে দিয়েছিল। প্রাথমিকভাবে বলটি বাইলাইন পেরিয়ে গেছে বলে সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু ভিএআরে দীর্ঘ আলোচনার পর গোলের সিদ্ধান্ত দেওয়া হয়। 

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আইএফএবি-এর বৈঠকের পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম সাংবাদিকদের জানান, ভিএআর কর্মকর্তার সঙ্গে রেফারির কথোপকথন আগের মতো গোপনই থাকবে। সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার জন্য একটি মাইক্রোফোন থাকবে রেফারির কাছে। 

চলতি বছরের মাঝামাঝি অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় উইমেন’স বিশ্বকাপেও রাখা হতে পারে এই ব্যবস্থা।