২০২৪ সালের জুন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে থাকবেন ৩৩ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার।
Published : 22 Jun 2023, 04:58 PM
টনি ক্রুসের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন আরেক অভিজ্ঞ সেনানী নাচো ফের্নান্দেস। ২০২৪ সালের জুন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে থাকবেন স্প্যানিশ ডিফেন্ডার।
৩৩ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর কথা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় ইউরোপের সফলতম ক্লাবটি।
আগের দিন চুক্তির মেয়াদ এক বছর বাড়ান জার্মান মিডফিল্ডার ক্রুস। তার মতো নাচোরও আগের চুক্তির মেয়াদ শেষ হতো আগামী ৩০ জুন।
দুই দশকের বেশি সময় ধরে রিয়ালে আছেন নাচো। ২০০১ সালে মাত্র ১১ বছর বয়সে ক্লাবটির যুব একাডেমিতে যোগ দেন তিনি।
রিয়ালের মূল দলের হয়ে এখনও পর্যন্ত তিনি খেলেছেন ৩১৯ ম্যাচ। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ জিতেছেন মোট ২৩টি ট্রফি।
জাতীয় দল স্পেনের হয়ে নাচো খেলেছেন ২৪ ম্যাচ। কদিন আগে জিতেছেন উয়েফা নেশন্স লিগের শিরোপা।