দ্বিতীয় মেয়াদে স্ট্যামফোর্ড ব্রিজে কোচ হিসেবে ফেরার পর অবশেষে জয়ের স্বাদ পেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
Published : 06 May 2023, 10:32 PM
চেলসির কঠিন সময়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড দলকে কক্ষপথে ফেরাবেন কী, উল্টো একের পর এক হারে আরও কোণঠাসা হয়ে পড়ছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচ হারের পর অবশেষে বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার বোর্নমাউথের মাঠে ৩-১ গোলে জিতেছে চেলসি।
শুরুতে কনর গ্যালাঘার চেলসিকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানে বোর্নমাউথ। ৮২তম মিনিটে বেনোয়া বাদিয়াশিলা সফরকারীদের আবার এগিয়ে নেওয়ার তিন মিনিট পর তৃতীয় গোলটি করেন জোয়াও ফেলিক্স।
দলের টানা ব্যর্থতায় গ্রাহাম পটারকে বরখাস্তের পর গত মাসের শুরুতে ল্যাম্পার্ডকে বাকি মৌসুমের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় চেলসি। ক্লাবটি থেকে বরখাস্ত হওয়ার দুই বছরের একটু বেশি সময় পর ফের পুরনো ঠিকানায় ফেরেন সাবেক ইংলিশ মিডফিল্ডার।
কিন্তু তার দ্বিতীয় মেয়াদে প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচেই হেরে যায় দল। মাঝে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দুই লেগে তারা হারে রিয়াল মাদ্রিদের কাছে। অবশেষে মিলল জয়ের দেখা।
সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ের স্বাদ পেল চেলসি।
এই জয়ের পরও ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরে আছে চেলসি। ম্যাচ বাকি আর ৪টি।