৯৪তম মিনিটের গোলে জিতে এক মৌসুম পর ইতালির শীর্ষ লিগে ফিরেছে কাইয়ারি।
Published : 12 Jun 2023, 06:10 PM
শেষ বাঁশি বাজতেই চিৎকার করে ডাগআউট থেকে মাঠে ছুটে গেলেন কাইয়ারির খেলোয়াড়রা। কোচ ক্লাওদিও রানিয়েরি টাচলাইনেই দুই হাত দিয়ে ঢাকলেন মুখ। কোচিং স্টাফের এক সদস্যকে জড়িয়ে ধরে তিনি ডুকরে কাঁদলেন বেশ কিছুক্ষণ ধরে। এই কান্না আনন্দের। তার দল যে খাদের কিনারা থেকে নাটকীয় জয়ে জায়গা করে নিল ইতালির শীর্ষ লিগে।
প্লে-অফের দ্বিতীয় লেগে রোববার রাতে লিওনার্দো পাভোলেত্তির ৯৪তম মিনিটের গোলে বারিকে ১-০ গোলে হারায় কাইয়ারি। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সেরি বি থেকে এক মৌসুম পর সেরি আয় জায়গা করে নেয় তারা।
প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ সমতায়। শীর্ষ লিগে ফিরতে দ্বিতীয় লেগে কাইয়ারির জয়ের বিকল্প ছিল না। এই ম্যাচ ড্র হলে সেরি বি-তে পয়েন্ট টেবিলে কাইয়ারির চেয়ে এগিয়ে থাকায় সেরি আয় উঠে যেত বারি।
ক্যারিয়ারে অনেক ক্লাবে কোচিংয়ের দায়িত্ব পালন করা রানিয়েরি গত জানুয়ারিতে ফেরেন তার পুরনো ঠিকানা কাইয়ারিতে। কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত ইতালিয়ান দলটির কোচ ছিলেন তিনি। তখন তার হাত ধরে দলটি সেরি সি থেকে টানা দুই মৌসুমে উন্নতি করে সেরি আয় উঠেছিল।
২০১৫-১৬ মৌসুমে রূপকথার জন্ম দিয়ে লেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো রানিয়েরি তিন দশক পর এবার যখন কাইয়ারিতে ফেরেন, তখন সেরি বিতে নবম স্থানে ছিল দলটি। এরপর থেকে ১৯ ম্যাচে কেবল দুটি হারে তারা, আসর শেষ করে পাঁচে থেকে।
দলকে সেরি আয় তোলার পর ডিএজেডএনের সঙ্গে আলাপে উচ্ছ্বাস ফুটে উঠল ৭১ বছর বয়সী রানিয়েরির কণ্ঠে। কৃতজ্ঞতা জানালেন তিনি ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের।
“কাইয়ারি মানে আমার কাছে সবকিছু। এই শার্টের জন্য আমার অনুভূতি খাঁটি। আমার মনে আছে, যখন আমি প্রিমিয়ার লিগ জিতেছিলাম (লেস্টারের হয়ে) তখনও আমি এই জার্সির রঙের কথা ভেবেছিলাম।”
"আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকব যারা আমাকে এখানে ফিরিয়ে এনেছে। আমাদের ভক্তদের, আমাদের মানুষদের সবার কথা ভাবতে চাই, যারা আমাদের এই ছোট স্টেডিয়ামে আসে শুধু তাদের কথাই নয়, যারা শেষ পর্যন্ত আমাদের সমর্থন করেছেন তাদের সকলের কথা। এমন আবেগপ্রবণ সমর্থকদের আনন্দ দিতে পারাটা আমাকে খুব গর্বিত করে।"