ইউরোর বাছাইয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল স্প্যানিশরা।
Published : 17 Nov 2023, 12:00 AM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকেট মিলেছে আগের ম্যাচেই, তবে স্পেনের জয়ের ক্ষুধা কমেনি একটুও। আক্রমণাত্মক ফুটবলে দুর্বল সাইপ্রাসকে কোণঠাসা করে রেখে তারা তুলে নিল অনায়াস জয়।
প্রতিপক্ষের মাঠে বাছাইয়ের ফিরতি দেখায় বৃহস্পতিবার ৩-১ গোলে জিতেছে স্পেন। লামিনে ইয়ামালের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই তাদের অন্য দুটি গোল করেন মিকেল ওইয়ারসাবাল ও হোসেলু।
ইউরোর বাছাইয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল স্প্যানিশরা।
শুরু থেকেই চেনা রূপে ধরা দেয় সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা। পঞ্চম মিনিটে দারুণ পাসিং ফুটবলে শাণানো নিখুঁত ওই আক্রমণে এগিয়েও যায় তারা।
গাভির পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে মাঝ বরাবর বল বাড়ান মিকেল মেরিনো; কিন্তু বল ধরতে ব্যর্থ হন হোসেলু। দূরের পোস্টে প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নেওয়ার ফাঁকে আগুয়ান গোলরক্ষকের বাধা এড়িয়ে এবং পরক্ষণে আরেকজনকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ১৬ বছর বয়সী ইয়ামাল।
২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওইয়ারসাবাল। বাঁ দিক থেকে গ্রিমালদোর বাড়ানো থ্রু পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শট নেন রেয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড, ওই দিকে এগিয়ে যাওয়া গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল গোললাইন পেরিয়ে যায়।
চাপ ধরে রেখে ২৮তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। ওইয়ারসাবালের কর্নারে বল দূরের পোস্টে পেয়ে ডান পায়ের শটে তৃতীয় গোলটি করেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড হোসেলু।
৭৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান কমায় সাইপ্রাস। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে আক্রমণে ওঠে তারা। সতীর্থের লম্বা থ্রু পাস ডি-বক্সে ধরে নিচু শটে গোলটি করেন ডিফেন্ডার কস্তাস।
অবশ্য ম্যাচের ফলে গোলটি কোনো প্রভাব রাখতে পারেনি। বাকিটা সময়ে স্বাগতিকরা আর পারেনি প্রতিপক্ষকে ভাবাতে। বাছাইয়ে ষষ্ঠ জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্পেন।
সাত ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্পেন।
এই গ্রুপ থেকে স্কটল্যান্ডেরও মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে। জর্জিয়ার মাঠে এদিন তারা ২-২ গোলে ড্র করেছে। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
আট ম্যাচের সবকটিতে হেরে বাছাই শেষ করল সাইপ্রাস।