অনেক পথ পেরিয়ে এখন স্বপ্নজগতে হোসেলু
ক্যারিয়ারজুড়ে ক্লাব থেকে ক্লাবে ছুটোছুটি করতে হয়েছে তাকে, সবশেষ দুই মৌসুমে তার দল অবনমিত হয়েছে লা লিগা থেকে, দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গ্যালারি থেকে তিনি সমর্থন করেছেন রেয়াল মাদ্রিদকে, এবার ধারে খেলতে আসা সেই স্ট্রাইকারের নাটকীয় দুই গোলেই আরেকটি ফাইনালে রেয়াল।