লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।
Published : 18 Feb 2024, 08:08 PM
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়ার পর খেই হারাল রেয়াল মাদ্রিদ। আক্রমণে প্রত্যাশার দাবি কিছুই মেটাতে পারলেন না ভিনিসিউস জুনিয়র। লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারল কার্লো আনচেলত্তির দল।
প্রতিপক্ষের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে রেয়াল।
হোসেলু সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই পেনাল্টি থেকে সমতা টানেন রাউল দে তমাস।
নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পয়েন্ট হারানোর পাশাপাশি আরেকটি ধাক্কা খেয়েছে রেয়াল। ৭৫তম মিনিটে বদলি নেমে যোগ করা সময়ে দুই মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার দানি কারভাহাল।
চোটে একের পর এক ফুটবলার হারিয়ে এমনিতেই ভাঙাচোরা রক্ষণভাগ নিয়ে জোড়াতালি দিয়ে দল সাজাতে হচ্ছে আনচেলত্তিকে। সেখানে এবার কার্ডের নিষেধাজ্ঞায় পড়লেন কারভাহাল।
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে সবশেষ তিন ম্যাচে দ্বিতীয়বার পয়েন্ট হারাল রেয়াল। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে জিরোনাকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।
অন্যদিকে, রেয়ালের বিপক্ষে ভাইয়েকানোর জন্য এক পয়েন্ট পাওয়াও অনেক বড় প্রাপ্তি। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে এই ম্যাচ খেলতে নেমেছিল তারা। নতুন কোচ ইনিগো পেরেসের কোচিংয়ে তাদের প্রথম ম্যাচ ছিল এটি।
তৃতীয় মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় রেয়াল। নিজেদের অর্ধ থেকে ব্রাহিম দিয়াসের বাড়ানো বল ডান দিকে ধরে ফেদে ভালভের্দে পাস দেন বক্সে। ছুটে গিয়ে প্রথম স্পর্শে জালে পাঠান হোসেলু।
লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি। আরেক দফা উদযাপনে মাতেন হোসেলু ও তার সতীর্থরা।
অষ্টাদশ মিনিটে হেডে আবার ভাইয়েকানোর জালে বল পাঠান ৩৩ বছর বয়সী হোসেলু। তবে লুকাস ভাসকেস ক্রস দেওয়ার আগেই বল বাইলাইন পেরিয়ে যাওয়ায় গোল মেলেনি।
২৪তম মিনিটে সমতায় ফেরে ভাইয়েকানো। স্পট কিকে গোলটি করেন রাউল দে তমাস। বক্সের ভেতর থেকে স্বাগতিকদের অস্কার ত্রেহোর শট রেয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি।
একমাত্র খেলোয়াড় হিসেবে এই নিয়ে সবশেষ তিন মৌসুমে লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করলেন দে তমাস।
৩৫তম মিনিটে অল্পের জন্য গোল পাননি ভালভের্দে। কর্নার হেডে ক্লিয়ার করেন ভাইয়েকানোর একজন। বক্সের বাইরে থেকে ভালভের্দের বুলেট গতির ভলি পোস্টে লাগে।
বিরতির আগে আরেকটি সুযোগ তৈরি করে ভাইয়েকানো। বক্সে ঢুকে আলভারো গার্সিয়ার কোনাকুনি শট কাছের পোস্টে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক আন্দ্রি লুনিন।
দ্বিতীয়ার্ধের শুরুতে অহেলিয়া চুয়ামেনির ভুলে বিপদে পড়তে বসেছিল রেয়াল। তবে বলের নিয়ন্ত্রণ হারানোর পর গার্সিয়ার প্রচেষ্টা নিজেই রুখে দেন এই ম্যাচে সেন্টার-ব্যাক হিসেবে খেলা ফরাসি মিডফিল্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার লাইপজিগের বিপক্ষে দুর্দান্ত এক গোল করা ব্রাহিম ৫৮তম মিনিটে দারুণ পাস দেন বক্সে, হোসেলুর প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক দিমিত্রিভস্কি।
৭০তম মিনিটে কামাভিঙ্গার বদলি নামেন টনি ক্রুস। ১০ মিনিট পর জার্মান মিডফিল্ডারের ফ্রি কিক ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক।
বাকি সময়ে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি রেয়াল। বরং কারভাহালকে হারিয়ে শেষের মিনিট দুয়েক ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রথমটি এবং ফাউল করে দ্বিতীয় কার্ড দেখেন এই স্প্যানিয়ার্ড।
ছন্দে থাকা জুড বেলিংহ্যাম চোটে ছিটকে পড়ার পর প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগকে কষ্টে ১-০ গোলে হারায় রেয়াল। এবার তো জিততেই পারল না তারা। ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস।
লিগে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে এখনও ৬ পয়েন্টে এগিয়ে আছে রেয়াল। ২৫ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে আনচেলত্তির দলের ৬২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। সোমবার তারা খেলবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।
২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে, ৫১ পয়েন্ট নিয়ে আতলেতিকো চারে আছে।
২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভাইয়েকানো।