অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন ওসাকা

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে জাপানের এই তারকার নাম প্রত্যাহার করে নেওয়ার কারণ জানানো হয়নি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2023, 12:51 PM
Updated : 8 Jan 2023, 12:51 PM

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেওয়া খেলোয়াড়ের সংখ্যা বাড়ল। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে সরে দাঁড়ালেন এখানে মেয়েদের এককে দুবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।  

মেলবোর্নে ২০১৯ ও ২০২১ সালের চ্যাম্পিয়ন ওসাকা গত সেপ্টেম্বর থেকে ডব্লিউটিএ ট্যুরের কোনো ম্যাচ খেলেননি। চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জাপানের ২৫ বছর বয়সী এই তারকা র‍্যাঙ্কিংয়ে নেমে গেছেন ৪২ নম্বরে।

আগামী ১৬ জানুয়ারি শুরু অস্ট্রেলিয়ান ওপেন থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়ার কথা রোববার জানায় আয়োজকরা। নির্দিষ্ট কোনো কারণ অবশ্য জানানো হয়নি।

এর আগে মানসিক অবসাদের কারণে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন ওসাকা।

গত দুই দিনে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ১৯ বছর বয়সী কার্লোস আলকারাস ও সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৪২ বছর বয়সী ভেনাস উইলিয়ামস। দুই জনই খেলতে পারবেন না চোটের কারণে।