পুরোটা সময় খেলেও গোলের দেখা পাননি জুড বেলিংহ্যাম। উল্টো রায়ো ভাইয়েকানোর পাথ সিসের সঙ্গে সংঘর্ষে কাঁধে ব্যথা পেয়েছেন তিনি। তবে এই ইংলিশ মিডফিল্ডারের চোট মারাত্মক বলে মনে হচ্ছে না রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে ভাইয়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করে রেয়াল। এতে শীর্ষে ফেরার সুযোগ হারিয়েছে আনচেলত্তির দল। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লা লিগায় তারা আছে দ্বিতীয় স্থানে।
ঘরের মাঠেই পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ব্রাগার মুখোমুখি হবে রেয়াল। ইউরোপ সেরার আসরে অবশ্য দুর্বার গতিতে ছুটছে স্পেনের সফলতম দলটি। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে আছে শীর্ষে।
প্রথম লেগের দেখায় ব্রাগার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে রেয়াল। ওই ম্যাচে বেলিংহ্যামের ৬১তম মিনিটের গোল গড়ে দেয় ব্যবধান। আনচেলত্তির আশা ফিরতি দেখায়ও ২০ বছর বয়সী এই মিডফিল্ডারকে পাবেন তিনি।
“বেলিংহ্যামের কাঁধে একটা সমস্যা হয়েছে। আগামীকাল তার পরীক্ষা করা হবে। আশা করি, আগামী বুধবার ব্রাগার বিপক্ষে সে খেলতে পারবে।”
রেয়ালের জার্সিতে মাঠে নামলেই গোল পাচ্ছিলেন বেলিংহ্যাম। কিন্তু ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। দলও পয়েন্ট হারিয়েছে। সব মিলিয়ে এই মিডফিল্ডার হতাশ বলে জানালেন আনচেলত্তি।
“আমি জানি না পাথ সিসের সঙ্গে ওর কী হয়েছে। মাঠে একটা সংঘর্ষ হয়েছিল, তবে সবকিছু ঠিক ছিল। বেলিংহ্যাম একজন লড়াকু, একজন বিজয়ী এবং আমরা জিততে পারিনি বলে সে হতাশ।”