দুই দশক ধরে নামের পাশা থাকে রেকর্ডে মেসি ভাগ বসানোয় খুশি আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার।
Published : 11 Dec 2022, 01:29 PM
অসংখ্য রেকর্ড-কীর্তিতে গড়া লিওনেল মেসির ক্যারিয়ার। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে গাব্রিয়েল বাতিস্তুতার সবচেয়ে বেশি গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। সিংহাসনে একা বসার সুযোগ রয়েছে সময়ের সেরা এই ফুটবলারের সামনে। এতে অবশ্য আপত্তি নেই বাতিস্তুতার। সাবেক এই স্ট্রাইকারের চাওয়া, পরের ম্যাচেই রেকর্ডটি নিজের করে নিক মেসি।
২০০৬ সালের আসর দিয়ে মেসির বিশ্বকাপে পথচলা শুরু। বিশ্ব সেরার মঞ্চে এনিয়ে খেলছেন পঞ্চমবার। কাতার আসর শুরু করেছিলেন তিনি ৬ গোল নিয়ে।
এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৪ গোল করেছেন ৩৫ বছর বয়সী মেসি। সৌদি আরব ও মেক্সিকোর পর শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে জালে বল পাঠিয়ে কিংবদন্তি দিয়েগো মারাদোনার ৮ গোল ছাড়িয়ে যান তিনি।
কোয়ার্টার-ফাইনালে গত শুক্রবার নেদারল্যান্ডসকে হারানোর ম্যাচে দ্বিতীয়ার্ধে স্পট-কিক থেকে গোল করে বাতিস্তুতার পাশে বসেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এখন দুইজনেরই গোল ১০টি করে।
১৯৯৪, ১৯৯৮ ও ২০০২, এই তিন বিশ্বকাপ খেলে গোলগুলো করেছিলেন বাতিস্তুতা। দুই দশক ধরে নামের পাশে থাকা রেকর্ডটি হয়তো হারাতে হচ্ছে তাকে। তবে আক্ষেপ নেই সাবেক এই স্ট্রাইকারের। এক টুইটে মেসিকে জানালেন অভিনন্দন।
“প্রিয় লিও, অভিনন্দন!”
“রেকর্ডটি ২০ বছর ধরে আমার ছিল এবং এটা আমি উপভোগ করেছি। এখন এটা তোমার সঙ্গে ভাগাভাগি করা দারুণ গর্বের ও আনন্দের। মন থেকে কামনা করছি, পরের ম্যাচেই যেন তুমি রেকর্ডটি ভাঙতে পারো।”
সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবেন মেসি। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু ম্যাচটি।