ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে যে চোট পেয়েছেন ভিনিসিউস জুনিয়র, তা থেকে দ্রুত তার সেরে ওঠার তেমন সম্ভাবনা নেই। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাম পায়ের চোটে প্রায় আড়াই মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে।
বিশ্বকাপের বাছাইপর্বে গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে ছিলেন ভিনিসিউস। ঊরুতে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন তিনি। ম্যাচে তার দল হেরে যায় ২-১ গোলে।
রেয়ালের শনিবারের বিবৃতিতে অবশ্য তার সম্ভাব্য ফেরার কোনো সময় উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ১০ সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই তারকা ফুটবলার।
কলম্বিয়া ম্যাচের পর পর ‘এক্স’-এ (সাবেক টুইটার) ভিনিসিউস লেখেন, “আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”
চলতি মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ৬টি গোল করেছেন ভিনিসিউস, সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি।
আন্তর্জাতিক বিরতিতে চোটের শিকার হয়েছেন রেয়ালের আরেক ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গাও। ফ্রান্স দলের অনুশীলনে ডান হাঁটুতে চোট পান এই মিডফিল্ডার।
১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে আছে রেয়াল। দলটির পরবর্তী ম্যাচ আগামী ২৬ নভেম্বর, কাদিসের বিপক্ষে।