রয়টার্স জানিয়েছে, ঠিকমতো অনুশীলন করতে পারেননি এই মিডফিল্ডার।
Published : 27 Nov 2022, 09:25 PM
আক্রমণ ও রক্ষণের পর এবার মাঝমাঠেও খেলোয়াড় হারানোর শঙ্কায় ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে মিডফিল্ডার লুকাস পাকেতাকে ছাড়াই দল সাজাতে হতে পারে কোচ তিতেকে।
‘জি’ গ্রুপের ম্যাচে সোমবার সুইসদের মুখোমুখি হবে ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে গোড়ালিতে চোট পান ব্রাজিল তারকা ফরোয়ার্ড নেইমার ও ডিফেন্ডার দানিলো। দুই জনের কাউকেই গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে পাওয়ার তেমন সম্ভাবনা নেই।
আসরের ফেভারিট দলগুলোর একটি ব্রাজিল শনিবার আল আরাবি স্টেডিয়ামে ‘ক্লোজ ডোর’-এ অনুশীলন করে। তাদের পরের ম্যাচের দল নির্বাচন নিয়ে রোববারের সংবাদ সম্মেলনে কিছু বলেননি কোচ তিতে। পাকেতাকে নিয়েও কিছু জানানো হয়নি দলটির পক্ষ থেকে।
তবে বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, শারীরিক কিছু সমস্যায় ভুগছেন পাকেতা। দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করতে পারেননি ২৫ বছর বয়সী খেলোয়াড়।
সার্বিয়া ম্যাচের মতো আক্রমণভাগে চারজন নিয়ে নামতে চাইলে নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিউস জুনিয়র, রিশার্লিসন ও রাফিনিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের রদ্রিগোকে খেলাতে পারেন তিতে।
২১ বছর বয়সী ফরোয়ার্ড রদ্রিগো বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচগুলোতে নেইমারের জায়গায় খেলেন। তুরিনে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা।
আরেকটি বিকল্পও ভাবতে পারেন তিতে। মাঝ মাঠের শক্তি বাড়াতে কাসেমিরোর সঙ্গে তার ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ফ্রেদকেও খেলাতে পারেন তিনি। আর ম্যাচের আগে পাকেতা সুস্থ হয়ে গেলে তাকে প্লেমেকারের ভূমিকায় ব্যবহার করতে পারেন ব্রাজিল কোচ।
সুইজারল্যান্ডের বিপক্ষে দানিলোর জায়গায় সেন্টার-ব্যাক এদের মিলিতার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।