‘পাহাড় ডিঙাতে হবে’, উপলব্ধি ফের্নান্দেসের

গ্রুপ পর্বের কঠিন পথ পেরুনোর প্রত্যয়ও জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 08:01 AM
Updated : 9 Nov 2023, 08:01 AM

জয়ের আশা জাগিয়ে অবিশ্বাস্য হার ম্যানচেস্টার ইউনাইটেডকে ঠেলে দিয়েছে খাদের কিনারায়। গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার পথটা তাদের জন্য হয়ে গেছে ভীষণ কঠিন কাজ। ব্রুনো ফের্নান্দেসও তা উপলব্ধি করতে পারছেন ভালোভাবেই।

দুর্গম পথ পাড়ি দেওয়ার আশাবাদও ম্যানচেস্টার অধিনায়ক জানিয়েছেন কোপেনহেগেনের বিপক্ষে হারের পরই। গ্রুপ পর্বে সামনের দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না এই পর্তুগিজ মিডফিল্ডার।

কোপেনহেগেনের মাঠে বুধবার রাতে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ইউনাইটেড হেরে যায় ৪-৩ গোলে। অথচ শুরুতে গাসমুস হয়লুনের জোড়া গোলে দারুনভাবেই জয়ের পথে ছিল তারা। কিন্তু মার্কাশ র‌্যামফোর্ড লাল কার্ড দেখার পর থেকে একটু একটু করে পথ হারায় ইউনাইটেড। শেষ পর্যন্ত হয় পথচ্যুত।

‘এ’ গ্রুপ থেকে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। ৪ করে পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে আছে কোপেনহেগেন ও গালাতাসারাই। ৩ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে ইউনাইটেড।

গ্রুপে আর দুটি ম্যাচ বাকি আছে ইউনাইটেডের। চলতি নভেম্বরের শেষ দিকে গালাতাসারাই ও ডিসেম্বরে তারা মুখোমুখি হবে বায়ার্নের। উয়েফা ডটকম-এর সঙ্গে আলাপচারিতায় ফের্নান্দেস জানিয়েছেন বর্তমান পরিস্থিতি ও আগামীর ভাবনা।

“আমাদেরকে পাহাড় ডিঙাতে হবে; তো অবশ্যই আমারা সেটা ডিঙাব। দুই ম্যাচ বাকি আছে আমাদের এবং অবশ্যই ম্যাচ দুটি জিততে হবে।”

“আজ রাতের আগে (কোপেনহেগেন ম্যাচের আগের রাতে) আমাদের লক্ষ্যই ছিল বাকি তিন ম্যাচ জেতা। আজ জিততে পারিনি। এখন অবশ্যই পরের দুই ম্যাচে জিততে হবে আমাদের।”

দুই গোলের ধাক্কায় পিছিয়ে পড়া কোপেনহেগেন ম্যাচে ফিরেছিল ৪৫তম মিনিটে মোহামেদ এলিয়োনোসির গোলে। নরওয়ের এই ফরোয়ার্ডের কথাতেই স্পষ্ট দারুণ অবিশ্বাস্য এক উন্মাদনায় ভাসছেন তারা।

“অকল্পনীয় সুন্দর একটি রাত ছিল। আমি মনে করি, এখানে যারা ছিলেন, তারা সবাই দেখেছেন আমাদের দলের স্পিরিট। ম্যাচের বাজে শুরুতে অবশ্য আমরা দ্রুতই পিছিয়ে পড়েছিলাম, (পরে কাটিয়ে উঠেছি)।”